এটাই বার্সেলোনার বাস্তবতা: জাভি

শেষ পর্যন্ত হেরেই গেল বার্সেলোনা। ছিটকে গেল চ্যাম্পিয়ন্স লিগ থেকে। দুই দশক পর ইউরোপা লিগে অবনমন হলো দলটির। সাম্প্রতিক সময়ের ফলাফলের ভিত্তিতে কাতালানদের এমন ফলাফল অবাক হওয়ার কিছু নেই বলেই জানালেন কোচ জাভি হার্নান্দেজ।

শেষ পর্যন্ত হেরেই গেল বার্সেলোনা। ছিটকে গেল চ্যাম্পিয়ন্স লিগ থেকে। দুই দশক পর ইউরোপা লিগে অবনমন হলো দলটির। সাম্প্রতিক সময়ের ফলাফলের ভিত্তিতে কাতালানদের এমন ফলাফল অবাক হওয়ার কিছু নেই বলেই জানালেন কোচ জাভি হার্নান্দেজ।

বুধবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের 'ই' গ্রুপের ম্যাচে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন। টমাস মুলার গোলে এগিয়ে যাওয়ার পর লরে সানে ও জামাল মুসিয়ালার গোলে জয় নিশ্চিত হয় দলটির। প্রথম লেগের ম্যাচেও দলটির বিপক্ষে একই ব্যবধানে হেরেছিল বার্সা।

চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হলে বায়ার্নের বিপক্ষে জিততেই হতো বার্সেলোনাকে। কিন্তু এদিন মাঠে সে অর্থে লড়াই-ই করতে পারেনি তারা। শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা ছিল। কিন্তু ধীরে ধীরে আধিপত্য বিস্তার শুরু করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত বড় জয়ই তুলে নেয়।

ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে তাই হতাশাই ঝরে জাভির কণ্ঠে, 'আমরা প্রতিদ্বন্দ্বিতাই করতে পারিনি। এটাই চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু এটাই আমাদের বাস্তবতা। এই পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমরা মর্যাদার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করি। আজ একটি নতুন যুগ ও নতুন পর্যায়ের শুরু হলো।'

আর এ বাস্তবতা মেনে নেওয়ার বিকল্প নেই বলেই জানান এ বার্সা কিংবদন্তি, 'আমি রাগ করে চলে গিয়েছি। এটাই আমাদের বাস্তবতা এবং এটি আমাকে বিরক্ত করে। আমাদের এর মুখোমুখি হতে হবে। অন্য কোন বিকল্প নেই। আজ এক নতুন যুগের সূচনা হয়েছে।'

চ্যাম্পিয়ন্স লিগে ক্লাবকে ফিরিয়ে আনার জন্য কঠোর চেষ্টা চালাবেন বলে জানান তিনি, 'আমরা গোড়া থেকে শুরু করেছি। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ ছিল, ইউরোপা লিগ নয়। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমি ব্যর্থতা শব্দটি ব্যবহার করতে পছন্দ করি না। আমি এটা পছন্দ করি না কারণ আমরা চেষ্টা করেছি। আমি এই ক্লাবটিকে ভালোবাসি এবং আমি কাজ করব এবং এর জন্য আমার জীবন দেব।'

'আমাদের আরও ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বায়ার্ন ভালো ছিল। এটাই বাস্তবতা। তবে আমরা কঠোর পরিশ্রম করব যাতে এটা আবার না ঘটে এবং আমরা এতে আমাদের জীবন দিয়ে যাব। এটা অসহায়ত্বের অনুভূতি। বার্সেলোনাকে (যেখানে ছিল) ফিরে পেতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।' - যোগ করেন জাভি।

শেষবার ২০০৩-০৪ মৌসুমে ইউরোপা লিগে খেলেছে বার্সেলোনা। তখন দলের খেলোয়াড় ছিলেন জাভি। সে উদাহরণও টেনে আনেন তিনি, 'আমি যখন খেলোয়াড় ছিলাম তখনই অত্যন্ত কঠোর বাস্তবতা দেখেছি। আমরা মীমাংসা করতে পারি না, আমাদের সংগ্রাম করতে হবে। এটাই বাস্তবতা। বার্সেলোনার যেখানে যাওয়া প্রাপ্য সেখানে ফিরিয়ে আনার জন্য কাজ শুরু করতে হবে, যা ইউরোপা লিগ নয়। আমি এই আশা নিয়েই আছি।'

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

10h ago