এভরাকে কড়া জবাব দিলেন গার্দিওলা

শুরুটা করেছিলেন প্যাট্রিক এভরা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর গার্দিওলার কড়া সমালোচনা করেছিলেন তিনি। দলের কোনো ব্যক্তিত্ব ও চরিত্র চান বলেই তোপ দাগিয়েছিলেন এ সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। সে সমালোচনার কড়া জবাব দিয়েছেন ম্যানসিটি কোচ। এভরাদের বিপক্ষে বার্সেলোনার হয়ে জয়ের কথা মনে করিয়ে দিয়ে উল্টো তোপ দাগান এ স্প্যানিশ কোচ।
ছবি: এএফপি

শুরুটা করেছিলেন প্যাট্রিক এভরা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর গার্দিওলার কড়া সমালোচনা করেছিলেন তিনি। দলের কোনো ব্যক্তিত্ব ও চরিত্র চান বলেই তোপ দাগিয়েছিলেন এ সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। সে সমালোচনার কড়া জবাব দিয়েছেন ম্যানসিটি কোচ। এভরাদের বিপক্ষে বার্সেলোনার হয়ে জয়ের কথা মনে করিয়ে দিয়ে উল্টো তোপ দাগান এ স্প্যানিশ কোচ।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর গার্দিওলার সমালোচনা করে এভরা বলেছিলেন, 'ম্যানচেস্টার সিটির নেতা প্রয়োজন, কিন্তু গার্দিওলা তার দলে নেতা চায় না। সে খেলোয়াড়দের ব্যক্তিত্ব চায় না। সে নিজেই নেতা। সে কারণেই তারা অনাকাঙ্ক্ষিত সমস্যায় পড়ে। মাঠে তাদের সাহায্য করার মতো খেলোয়াড় থাকে না। সে এমন দলই পছন্দ করে। যাদের ব্যক্তিত্ব আছে, তাদের সঙ্গে অনুশীলন সেশনে মোটেও স্বচ্ছন্দ নয় সে। সেটা সে বার্সেলোনাতেও করেছে। তবে সে তার দল এমনভাবে তৈরি করে, যেন সে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারে। সে-ই কেবল সিদ্ধান্ত নেয়।'

এভরার সে সমালোচনার জবাবটা বেশ দৃঢ়ভাবেই দিয়েছেন গার্দিওলা, 'এটি সেই চরিত্র এবং ব্যক্তিত্ব যা আমরা মাদ্রিদে মাত্র কয়েক মিনিটে হারিয়েছি। বারবাতভ, সিডর্ফ এবং প্যাট্রিক এভরাদের মতো একজন বিশেষজ্ঞ সাবেক খেলোয়াড় সেখানে ছিল না। আমি তাদের বিপক্ষেও খেলেছি। যখন আমরা (বার্সেলোনা) চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তাদের বিধ্বস্ত করেছিলাম তখন কিন্তু আমি তাদের মধ্যে এই ধরনের ব্যক্তিত্ব দেখিনি।'

রিয়ালের বিপক্ষে হারের জন্য নিজেদের দুর্ভাগ্যকে দায় দিয়ে এ কোচ আরও বলেন, 'এটা সেই একই চরিত্র এবং ব্যক্তিত্ব। আমাদের ব্যক্তিত্ব নেই কারণ আমরা দুই মিনিটের মধ্যে দুটি গোল হজম করেছি। আমাদের গোল করার দুটি সুযোগও ছিল এবং আমাদের ব্যক্তিত্ব নেই। কিন্তু শেষ চারটি ম্যাচের পর, আমরা ২২টি গোল করেছি, তখন আমাদের অবিশ্বাস্য ব্যক্তিত্ব ছিল। আমি দুঃখিত কিন্তু আমি এই বিষয়ে সম্পূর্ণ একমত নই। ব্যক্তিত্ব হল আমরা যা করেছি গত পাঁচ বছরে, প্রতি তিন দিনে সব প্রতিযোগিতায়। এটা গুরুত্বপূর্ণ।'

এ মৌসুমে চারটি শিরোপা জয়ের সামনে দাঁড়িয়ে আছে লিভারপুল। তবে শেষ পর্যন্ত মাত্র একটি শিরোপা নিয়েও সন্তুষ্ট থাকতে হতে পারে তাদের। আর এমনটা হলেও তাদের ক্ষেত্রেও একই মন্তব্য কড়া হবে কি-না প্রশ্ন ছুঁড়ে দেন গার্দিওলা, 'হয়তো লিভারপুল চারটি শিরোপা জিততে যাচ্ছে, হয়তো তারা মাত্র একটি জিততে পারে, আমি জানি না কিন্তু আপনি কি বলবেন যে তাদের ব্যক্তিত্ব বা চরিত্র নেই? তারা একটি অবিশ্বাস্য মৌসুম শেষ করতে পারেনি? এমনকি যখন তারা আমাদের বিপক্ষে এক বা দুই পয়েন্টে প্রিমিয়ার লিগে হেরেছিল, তাদের কি খারাপ মৌসুম ছিল না? তাদের চরিত্র বা ব্যক্তিত্ব নেই?'

আর সে প্রশ্নের উত্তরটাও নিজেই দিয়েছেন এ স্প্যানিশ কোচ। একই সঙ্গে নিজেদের সফলতার কথাও মনে করিয়ে দেন তিনি, 'অবশ্যই তাদের আছে, অবশ্যই তারা ভালো। মাঝে মাঝে ফুটবলে এমন হয়। আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, আবেগ, অনেক কিছু। যখন আমরা ক্রমাগত শেষ পর্যায়ে, সেমিফাইনাল, ফাইনাল চার-পাঁচ বছর ধরে খেলে আসছি। এটি অবিশ্বাস্য, কারণ আমরা শেষ অবধি পৌঁছেছি, অনেক ম্যাচ, ভালো ম্যাচ খেলেছি। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।'

Comments

The Daily Star  | English
World Press Freedom Day 2024

Has Bangladesh gained anything by a restrictive press?

The latest Bangladesh Bank restriction on journalists is anti-democratic, anti-free press and anti-public interest.

10h ago