এমবাপের নেতৃত্বে খেলতে হবে মেসিকে: আনেলকা

বার্সেলোনা ছেড়ে চলতি মৌসুমেই পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। যদিও এখন পর্যন্ত ক্লাবটিতে সে অর্থে মানিয়ে নিতে পারেননি। ইনজুরি সমস্যাও রয়েছে। তবে সময়ের এ সেরা তারকা পরীক্ষিত সৈনিক। তাই ক্লাবের নিজের অবস্থান গড়ে ফেলতে পারেন যে কোনো সময়ই। সেক্ষেত্রে নিজের প্রাধান্য কিছুটা হলেও কমতে পারে কিলিয়ান এমবাপের। কিন্তু ফরাসি ক্লাবটিতে মেসির নেতৃত্বে এমবাপেকে নয়, মেসিকে এমবাপের নেতৃত্বে খেলতে দেখতে চান সাবেক ফরাসি ফরোয়ার্ড নিকোলাস আনেলকা।

পিএসজিতে এমবাপের প্রতি খুবই আস্থা রয়েছে আনেলকার। তার মতে, বিশ্বকাপ জয়ী এ তারকার সঙ্গে খেলার জন্য মানিয়ে নিতে হবে মেসিকেই। সম্প্রতি লা পার্শিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে আনেলকা বলেছেন, 'ওকে (এমবাপে) এই আক্রমণভাগের নেতৃত্ব দিতে হবে কারণ ও এক নম্বর। মেসি বার্সেলোনায় ছিলেন, কিন্তু এখন তাকে কিলিয়ানের প্রতি নিবেদিত থাকতে হবে। ও পাঁচ বছর ধরে এ ক্লাবে আছে এবং ওর প্রতি সম্মান দেখাতে হবে মেসিকে।'

অনেক দিন থেকেই পিএসজি ছাড়তে চাইছেন এমবাপে। এর কারণও ব্যাখ্যা করেন আনেলকা, 'গতির দিক থেকে এমবাপে একজন অসাধারণ খেলোয়াড়, পৃথিবীতে এর চেয়ে ভালো কেউ নেই। যদি প্যারিস সেরা দল পেতে চায়, তাহলে তাকে রাখার জন্য তাদের যা করার সবই করতে হবে। কিন্তু আমি মনে করি এটা কিলিয়ানের মাথায় খুব স্পষ্ট। ও অন্য কিছু দেখতে চায়, এবং সেটার কারণও আছে। ও ব্যালন ডি'অরের স্বপ্ন দেখছে। যদি ও উয়েফার মান অনুযায়ী ষষ্ঠ সেরা লিগে খেলে, তাহলে ও কীভাবে জিততে পারবে?'

ইংল্যান্ড কিংবা স্পেনে খেললে এমবাপে ঠিকই এতদিনে ব্যালন ডি'অর জিতে নিত বলে বিশ্বাস করেন আনেলকা, 'যদি কিলিয়ান গত তিন বছর ধরে ইংল্যান্ড বা স্পেনে থাকতো, তাহলে ও এরমধ্যেই ব্যালন ডি'অর জিততো।'

২০১৭ সাল থেকে নেইমার ও এমবাপে একসঙ্গে খেলে আসছেন পিএসজিতে। দুইজনের মধ্যে রসায়নটা দারুণ ছিল। কিন্তু সম্প্রতি এ দুই জনের মধ্যেও ফাটলের ইঙ্গিত দেখা গিয়েছে। জুলিয়ান ড্রাক্সলারকে নেইমারের একটি পাস দেওয়াকে কেন্দ্র করে এ ব্রাজিলিয়ানের উপর ক্ষোভ উগলে দিয়েছেন এমবাপে। সবমিলিয়ে কিছুটা হলেও অসুখী দেখাচ্ছে তাকে। তবে আনেলকার কথা মতো মেসি যদি তার প্রতি নিবেদিত থাকেন তাহলে হারানো সুখ খুঁজে পেতে পারেন এ তরুণ।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

1h ago