এশিয়ান কাপ বাছাইপর্বে মালয়েশিয়ার গ্রুপে বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে ই-গ্রুপে স্বাগতিক মালোয়েশির গ্রুপে পড়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের গ্রুপে আরও আছে বাহরাইন ও তুর্কমেনিস্তান।
বৃহস্পতিবার ২৪ জাতির এই আসরের ড্র হয় কুয়ালালামপুরে। ২৪ জাতিকে ভাগ করা হয়েছে ছয়টি গ্রুপে। প্রতি গ্রুপে আছে চার দল। ই-গ্রুপের খেলা পড়েছে মালয়েশিয়ায়। আগামী জুনের ৮, ১১, ১৪ ও ২৪ তারিখ হবে এই গ্রুপের চার ম্যাচ।
২০১৬ সালে ভুটানের কাছে হেরে এই আসরের বাছাইপর্বে উঠতে ব্যর্থ হয় বাংলাদেশ ফুটবল দল। এবার বাছাইপর্ব থেকে ছয় গ্রুপ সেরা ও এবং পাঁচটি দ্বিতীয় গ্রুপ সেরা দল নিশ্চিত করবে মূল পর্ব।
এরমধ্যেই মূল পর্ব নিশ্চিত করেছে চিন, অস্ট্রেলিয়া, ইরান, ইরাক, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ভিয়েতনাম।
২০২৩ সালের ১৬ জুন চিনে শুরু হবে এশিয়ান কাপের মূল আসর।
Comments