কারা এগিয়ে এ নিয়ে ভাবেন না মেসি

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালিকে রীতিমতো উড়িয়ে দিয়ে ফিনালিসিমার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। পরিষ্কার বুঝিয়ে দিয়েছে কোনো অংশেই ইউরোপীয় দলগুলোর চেয়ে পিছিয়ে নেই ল্যাতিন দলগুলো। তাতে স্বাভাবিকভাবেই উঠে আসে কিলিয়ান এমবাপের সেই বিতর্কিত মন্তব্য। তবে কারা এগিয়ে এ নিয়ে কোনো ভাবনাই নেই লিওনেল মেসির।
বুধবার রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-০ গোলে বিধ্বস্ত করেছে ইউরোর শিরোপাধারী ইতালিকে। প্রথমার্ধেই ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ল্যাতিন আমেরিকার দলটি। লক্ষ্যভেদ করেন লাউতারো মার্তিনেজ ও আনহেল দি মারিয়া। দ্বিতীয়ার্ধের এক চেটিয়া ফুটবলের পর শেষদিকে বদলি নামা পাওলো দিবালা বাড়ান জয়ের ব্যবধান।
শুরুতে অবশ্য ম্যাচটা উন্মুক্ত ছিল বলেই জানান মেসি, 'প্রথম গোল পর্যন্ত এটা দুই দলের জন্যই সমান সমান ম্যাচ ছিল। তারা দারুণ একটি দল এবং প্রথম ২০ মিনিট পর্যন্ত জর্জিনহোকে নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে কঠিন ছিল, তিনি একাই খেলছিলেন। এবং আমরা চাপের মধ্যে সহায়তা খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু প্রথম গোলের পরে ম্যাচটি পুরোপুরি বদলে গেল।'
তবে ম্যাচ নিয়ে দারুণ সন্তুষ্ট আর্জেন্টাইন অধিনায়ক, 'এভাবেই শেষ করতে হবে। দারুণ সুখের কিছু অনুভূতি নিয়ে। আমি যখন এখানে আসি তখন এমনই হচ্ছে। তার উপর, খুব আমরা ভালো খেলেছি এবং আমরা দেখিয়েছি। আমরা উন্নতির ধারায় রয়েছি। যা আমরা খুঁজছি সেটাই। দিনে দিনে এটা আরও উন্নত করতে হবে এবং পুনরাবৃত্তি করতে করতে হবে। আমাদের হাতে হাত রেখে একত্রে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আমাদের কাছে সবকিছু পরিষ্কার। আমাদেরকে ধারাবাহিকভাবে উন্নতি করে যেতে হবে।'
এমন পারফরম্যান্সের পর এমবাপের মন্তব্য নিয়ে জানতে চাওয়া হয় মেসির কাছে। পিএসজি ফরোয়ার্ড অবশ্য এ নিয়ে ভাবেন না বলেই জানান, 'আমাদের এটা নিয়ে ভাবা প্রয়োজন কি-না আমি জানি না। আমাদের সচেতন হতে হবে। কারা এগিয়ে আছে এ নিয়ে আমরা চিন্তা করি না। প্রতিটি ম্যাচ একইভাবে আমরা খেলেছি, তবে এটা চমৎকার একটি পরীক্ষা ছিল, কারণ ইতালি একটি দুর্দান্ত দল।'
তবে ইতালির বিপক্ষে এ দাপুটে জয়ে সবকিছুই সবার কাছে পরিষ্কার হয়ে গেছে বলে মনে করেন রেকর্ড সাত বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা, 'আমার মনে হয় এ নিয়ে অনেক কথা হয়েছে। আমাদের দক্ষিণ আমেরিকায় যে দলগুলো আছে তাদের সঙ্গে খেলতে হবে। তারা এখানে প্রতিনিয়ত একে অপরের বিপক্ষে খেলছে, কিন্তু আজ আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা ইউরোপীয় দলগুলোর সমান।'
সামনের দিনগুলোতেও উন্নতির ধারা বজায় সতীর্থদের আহ্বান জানান অধিনায়ক। একই সঙ্গে বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি, 'আমরা ধাপে ধাপে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি এবং প্রতিযোগিতামূলক থাকার চেষ্টা করেছি। চারটি আরও কঠিন স্তর আসছে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। আরও ভালো করতে হবে।'
Comments