কেঁদে অ্যাতলেতিকোকে বিদায় জানালেন সুয়ারেজ

৬৫তম মিনিটে যখন তাকে বদল করা হলো, তখনই চোখ ছলছল করছিল লুইস সুয়ারেজের। এরপর ডাগআউটে গিয়ে তো কেঁদেই দিলেন। এটাই যে ওয়ান্দা মেত্রোপলিতানোতে শেষ ম্যাচে তার। মৌসুম শেষেই অ্যাতলেতিকো মাদ্রিদ ছাড়ছেন এ উরুগুইয়ান তারকা। আগের দিন সেভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি।
বার্সেলোনা থেকে অনেকটা বিতারিত হয়ে ২০২০ সালে দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন অ্যাতলেতিকোতে। সেখানে প্রথম মৌসুমটা দারুণ কাটে তার। গত মৌসুমে ৩২টি লিগ ম্যাচে করেছিলেন ২১টি গোল। জিতিয়েছিলেন লা লিগার শিরোপা।
তবে চলতি মৌসুমে সে অর্থে জ্বলে উঠতে পারেননি সুয়ারেজ। ছন্দহীনতায় মাত্র ১৯ ম্যাচে শুরুর একাদশে ছিলেন। তাতে অবশ্য ১১টি গোল করেছেন। মূলত নতুন দুই সাইনিং ব্রাজিলিয়ান ম্যাথিউস কুনহা ও আর্জেন্টাইন আনহেল কোরেয়ার সঙ্গে আতোঁয়ান গ্রিজমানের ফিরে আসায় জায়গা হারান। যে কারণে অ্যাতলেতিকোও চুক্তি নবায়নের প্রতি আগ্রহ দেখায়নি।
সেভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে অ্যাতলেতিকোর বিবৃতিতে বলা হয়, 'খেলার শেষে, ওয়ান্দা মেত্রোপলিতানো লুইস সুয়ারেজ এবং হেক্টর হেরেরাকে শ্রদ্ধা জানাবে, যারা আজ রেড অ্যান্ড হোয়াইট পরিবারকে বিদায় জানাচ্ছেন।'
সুয়ারেজের বিদায় নিয়ে কোচ দিয়াগো সিমিওনি বলেছেন, 'আমি নভেম্বরের মাঝে লুইসের সাথে আলোচনা করেছি। একটি দীর্ঘ আলোচনা, কঠিন, সৎ, যেখানে উভয় পক্ষই সামনে এবং বর্তমান সময়ে কী হচ্ছে দেখেছে। এবং তার জন্য কী প্রয়োজনীয় ছিল সে সম্পর্কেও কথা বলেছি।'
দুই পক্ষের আলোচনাতেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এ কোচ, 'সেই আলোচনা থেকে আজ অবধি, প্রত্যেকে তাদের অবস্থান থেকে আমাদের আলোচনা করা সমস্ত কিছুকে সম্মান করেছিল এবং যেটা প্রায়শই ঘটে না। সেজন্য আমি লুইস সুয়ারেজের কাছে কৃতজ্ঞ। কারণ গত মৌসুমে সে অসাধারণ ছিল এবং এই মৌসুমেও সে আমাদের গোল করেছে।'
ম্যাচের দিনে সমর্থকরাও সুয়ারেজকে সম্মান জানাতে কৃপণতা করেনি। অ্যাতলেতিকোর সমর্থকেরা ব্যানারে লিখেছিল, 'আমাদের চ্যাম্পিয়ন বানানোর জন্য লুইস তোমাকে ধন্যবাদ!'
তবে বিদায়ী ম্যাচটা সুখকর হয়নি সুয়ারেজের। সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
Comments