ক্রুস-বেনজেমার গোলে শীর্ষে ফিরল রিয়াল

বিরতির আগে টনি ক্রুস ও করিম বেনজেমা লক্ষ্যভেদ করায় ম্যাচ মুঠোয় নিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে অনেক সুযোগ হাতছাড়া হওয়ায় ব্যবধান বাড়াতে পারল না তারা। উল্টো শেষদিকে চাপ বাড়িয়ে পয়েন্টের প্রাপ্তির জোর চেষ্টা করল রায়ো ভায়েকানো। তবে লিড ধরে রেখে প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে জিতেছে রিয়াল। বিরতির পর রায়োর পক্ষে ব্যবধান কমান রাদামেল ফ্যালকাও। তাতে ম্যাচে ছড়ায় উত্তেজনা। তবে আশা জাগিয়েও সমতায় ফিরতে পারেনি তারা।
লিগে নিজেদের ভেন্যুতে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল লস ব্লাঙ্কোসরা। আগের দুটিতে ভিয়ারিয়াল ও ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল স্পেনের সফলতম ক্লাবটি।
লম্বা সময় পর্যন্ত বল দখল ও আক্রমণে অনেকটা এগিয়ে ছিল রিয়াল। কিন্তু শেষ ২০ মিনিটে পাল্টে যায় চিত্র। পরিসংখ্যান বলছে, ম্যাচে বেশিরভাগ সুযোগ তৈরি করেছে সফরকারী রায়ো। গোলমুখে তাদের নেওয়া ১৯টি শটের সাতটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, রিয়ালও সাতটি শট লক্ষ্যে রাখে ১৫টি নিয়ে।
পঞ্চম মিনিটেই বল জালে পাঠিয়েছিল স্বাগতিকরা। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় ভিনিসিয়ুস জুনিয়রের গোলটি। রিয়ালকে অবশ্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। আট মিনিট পর দারুণ ভলিতে নিশানা ভেদ করেন ক্রুস। ফের অফসাইডের পতাকা উঠলেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।
৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দুর্দান্ত ছন্দে থাকা বেনজেমা। দাভিদ আলাবার ক্রসে ডি-বক্সের ভেতরে আলতো টোকায় চলতি লিগে নিজের দশম গোলটির দেখা পান তিনি। আসরের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি।
বিরতির পর একাধিক সুযোগ হাতছাড়া করে রিয়াল। ৫১তম মিনিটে ভিনিসিয়ুসের প্রচেষ্টা গোললাইনের একটু সামনে থেকে ফেরান রায়োর ডিফেন্ডার ইভান বায়িয়ু। তিন মিনিট পর মার্কো আসেনসিওর চিপ শট ঠেকান গোলরক্ষক স্তোল দিমিত্রিয়েভস্কি। ৫৮তম মিনিটে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে ভিনিসিয়ুসকেও হতাশ করেন তিনি। চার মিনিট পর বেনজেমার শট অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট।
৭৫তম মিনিটে বেবের শট পোস্টে লেগে ফিরে আসলে গোল পাওয়া হয়নি রায়োর। তবে পরের মিনিটেই আলভারো গার্সিয়ার ক্রসে হেড করে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন ফ্যালকাও। কিন্তু চোটের কারণে বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি বদলি নামা ফ্যালকাও।
যোগ করা সময়ের প্রথম মিনিটে সমতায় প্রায় ফিরেই গিয়েছিল রায়ো। অস্কার ভ্যালেন্তিনের শট এদুয়ার্দো কামাভিঙ্গা ব্লক করার পর ফিরতি শট আটকান ক্রুস। তবে পুরোপুরি বিপদমুক্ত না হয়ে বল চলে যায় উনাই লোপেজের কাছে। তার বাঁকানো শট ফিরিয়ে রিয়ালের পূর্ণ পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত করেন কোর্তোয়া।
১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে রিয়াল। দুইয়ে নেমে যাওয়া রিয়াল সোসিয়েদাদের অর্জন সমান ম্যাচে ২৫ পয়েন্ট। ২৪ পয়েন্ট নিয়ে সেভিয়া তিনে ও ২২ পয়েন্ট নিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ চারে আছে। তারা অবশ্য একটি করে ম্যাচ কম খেলেছে।
Comments