ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী চেলসি। সে ধারায় এগিয়েও গিয়েছিল দলটি। কিন্তু সমতায় ফিরে দারুণ জমাট রক্ষণে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের আটকে রেখেছিলেন পালমেইরাস ডিফেন্ডাররা। তবে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটির শেষ দিকে কাই হাভার্টজের পেনাল্টি গোলে শেষ পর্যন্ত ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে নেয় চেলসি।
শনিবার আবু ধাবির মোহামেদ বিন জায়েদ স্টেডিয়ামে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে চেলসি। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি।
প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল চেলসি। এর আগেও একবার ফাইনালে খেলেছিল তারা। ২০১২ সালে সেবার আরেক ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল তাদের।
চলতি মৌসুমে এটা চেলসির দ্বিতীয় শিরোপা। এর আগে উয়েফা সুপার কাপ জিতেছিল দলটি।
ম্যাচে এদিন মাঝ মাঠের দখল ছিল চেলসিরই। ৭১ শতাংশ সময় বল পায়ে ছিল তাদের। শটও নেয় ২০টি। যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১১টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারেন ব্রাজিলের ক্লাবটিও।
প্রথমার্ধে এদিন সে অর্থে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। তবে দ্বিতীয়ার্ধের দশম মিনিটে এগিয়ে যায় চেলসি। ক্যালাম হাডসন-ওডোইয়ের ক্রসে থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন রোমেলু লুকাকু।
এর নয় মিনিট পার হতেই সমতায় ফেরে পালমেইরাস। সফল স্পট কিকে লক্ষ্যভেদ করেন রাফায়েল ভেইগা। ডি-বক্সে বল থিয়াগো সিলভার হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
অতিরিক্ত সময়ে গড়ানোর ম্যাচটি শেষ হওয়ার তিন মিনিট আগে চেলসিকে ফের এগিয়ে দেন হাভার্টজ। স্পট কিক থেকে গোলটি করেন এ জার্মান তারকা। ডি-বক্সে পালমেইরাসের ডিফেন্ডার লুয়ান গার্সিয়ার হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
ম্যাচের যোগ করা সময়ে হার্ভাটজকে ফাউল করায় লাল কার্ড দেখে বহিষ্কার হন গার্সিয়া।
Comments