গোল করে খুব খুশি মেসি আরও উন্নতির প্রত্যাশায়

পিএসজির জার্সিতে প্রথমবারের মতো গোলের দেখা পাওয়ায় আনন্দে উদ্বেলিত লিওনেল মেসি। তবে শক্তিশালী ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত জয়ে তৃপ্তির জোয়ারে ভাসতে নারাজ আর্জেন্টাইন মহাতারকা। রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড জানিয়েছেন দলীয়ভাবে আরও উন্নতির প্রত্যাশা।
মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের 'এ' গ্রুপের ম্যাচে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে ২-০ গোলে সিটিকে হারিয়েছে পিএসজি। জমজমাট লড়াইয়ে ফরাসি পরাশক্তিদের অষ্টম মিনিটে এগিয়ে দেন ইদ্রিসা গে। এরপর ৭৪তম মিনিটে কিলিয়ান এমবাপের পাসে ডি-বক্সের বাইরে থেকে নজরকাড়া শটে দলের দলের জয় নিশ্চিত করেন মেসি।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে গত মাসে ফ্রান্সে পাড়ি জমানোর পর পিএসজির হয়ে এর আগে তিনটি ম্যাচ খেলেছিলেন মেসি। তবে জালের ঠিকানা অধরা রয়ে গিয়েছিল তার। দুবার অবশ্য তাকে হতাশ করেছিল ক্রসবার। কিন্তু সিটিজেনদের বিপক্ষে গোলহীন থাকেননি মেসি। চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১২১তম লক্ষ্যভেদের মাধ্যমে প্যারিসিয়ানদের হয়ে গোলের খাতা খুলেছেন তিনি।

আসরের আগের ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুজের মাঠে ড্র করায় ম্যান সিটির বিপক্ষে জয় অপরিহার্য হয়ে উঠেছিল পিএসজির। এমন গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে ওঠা ৩৪ বছর বয়সী মেসি ম্যাচের পর ফরাসি গণমাধ্যম ক্যানাল প্লাসকে বলেছেন, 'ভালো একটি প্রতিপক্ষের বিপক্ষে আমাদের রাতটা ছিল নিখুঁত। ব্রুজের পর এই ম্যাচে জেতাটা আমাদের জন্য ভীষণ জরুরি ছিল।'
নতুন ক্লাবের হয়ে প্রথম গোল করায় উচ্ছ্বসিত তিনি, 'গোল করতে পেরে আমি খুব খুশি। সাম্প্রতিক সময়ে আমি খুব বেশি খেলিনি। (যোগ দেওয়ার পর) এখানে (পার্ক দে প্রিন্সেসে) আমি আগে কেবল একটি ম্যাচ খেলেছি। আমি অল্প অল্প করে মানিয়ে নিচ্ছি। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো জিততে থাকা।'
হাঁটুর চোটের কারণে মাঝে পিএসজির দুটি ম্যাচে খেলা হয়নি মেসির। পর্যাপ্ত প্রস্তুতির অভাবে চলতি মৌসুমের শুরুর দিকেও তাকে মাঠে দেখা যায়নি। নেইমার-এমবাপেসহ নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে একসঙ্গে ম্যাচ খেলার বিকল্প দেখছেন না তিনি, 'প্রতি ম্যাচের সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্ক আরও ভালো হতে থাকবে। আমাদের একসঙ্গে উন্নতি করতে হবে, আমাদের খেলার মান বাড়াতে হবে। আমাদের এই প্রক্রিয়া চলমান রাখতে হবে।'

উন্নতির ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে মেসি যোগ করেছেন, 'আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ জিতেছি বড় প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে, যারা গত বছর ফাইনালে ছিল। আমাদের অগ্রসর হওয়া চালিয়ে যেতে হবে, ভবিষ্যতে আরও উন্নতি করতে হবে।'
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের শীর্ষে অবস্থান করছে পিএসজি। রাতের আরেক ম্যাচে জার্মান ক্লাব আরবি লাইপজিগের মাঠে ২-১ গোলে জেতা ব্রুজের পয়েন্টও সমান। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে তারা। ৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে সিটি। তলানিতে থাকা লাইপজিগের নামের পাশে নেই কোনো পয়েন্ট।
Comments