চুক্তি ছাড়াই ৫ বছর ধরে বার্সেলোনার সঙ্গে নাইকি

ফুটবল ক্লাব বার্সেলোনার সঙ্গে নাইকির প্রথম চুক্তিটা হয় ১৯৯৮ সালে। তখন থেকেই থেকে দলটির জার্সি তৈরি করে আসছে নাইকি। কিন্তু ২০১৬ সাল থেকে কোনো চুক্তি ছাড়াই বার্সার জার্সি বানিয়ে যাচ্ছে বিশ্বব্যাপী খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী এ প্রতিষ্ঠান।

দুই পক্ষের মধ্যে চুক্তি করার জন্য এর মাঝে আলোচনা হয়েছে কয়েক দফা। কিন্তু নানা কারণে এ চুক্তিটি আর হয়ে ওঠেনি। স্প্যানিশ সংবাদমাধ্যম ইএফইর সংবাদ অনুযায়ী, আনুষ্ঠানিক চুক্তি না হলেও দুই পক্ষের মধ্যে একটি মৌখিক চুক্তি চূড়ান্ত হয়ে আছে।

ইএফইর সংবাদ অনুযায়ী এ চুক্তি না হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। দুই পক্ষের মধ্যে মতানৈক্যই প্রথম বাধা সৃষ্টি করে। এছাড়া সাম্প্রতিক সময়ের মহামারি করোনাভাইরাসও পিছিয়ে দিয়েছে অনেকটা। এছাড়া সাবেক প্রেসিডেন্টের সঙ্গে ক্লাবের কোন্দল হতে শুরু করে নতুন প্রেসিডেন্ট নির্বাচনও চুক্তি পিছিয়ে যাওয়ার কারণ।

২০১৬ সালে নাইকির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি করার ঘোষণা দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ। কিন্তু নানা কারণে চুক্তি হয়নি। অথচ তখন থেকেই ক্যাম্প ন্যুতে প্রতি মৌসুমে ১০৫ মিলিয়ন ইউরো দিয়ে আসছে। এবং আরও খরচ বাবদ সবমিলিয়ে মৌসুমে ১৫৫ মিলিয়ন ইউরো পায় ক্লাবটি।

তবে নতুন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা নতুন চুক্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরমধ্যেই নাইকির সঙ্গে আলোচনাও করেছেন তিনি। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তারা। মহামারির এ সময়ে বার্সেলোনার দাবী নিয়ে সন্তুষ্ট নয় আমেরিকান প্রতিষ্ঠানটি। মহামারির এ সময়ে ক্লাবটিকে বেশিই দিচ্ছে বলে বিশ্বাস করে তারা। 

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

54m ago