চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে সুখবর পেল লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের পূর্ণ শক্তির দল নিয়ে নামা ছিল শঙ্কায়।
ছবি: টুইটার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের পূর্ণ শক্তির দল নিয়ে নামা ছিল শঙ্কায়। কারণ, চলমান মৌসুমের শেষভাগের ঠাসা সূচিতে তাদের অনেক খেলোয়াড়কে ভোগাচ্ছে চোট। তবে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে ইংলিশ প্রিমিয়ার লিগের পরাশক্তিরা পেয়েছে সুখবর। চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন ফাবিনহো ও থিয়াগো আলকান্তারা।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লিভারপুল। দুই মিডফিল্ডার থিয়াগো ও ফাবিনহোর ফেরাটা নিঃসন্দেহে স্বস্তির খবর ক্লাবটির কোচ ইয়ুর্গেন ক্লপের জন্য। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে তারা মোকাবিলা করবে এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল রিয়ালকে। ফ্রান্সের প্যারিসে শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় শুরু হবে ম্যাচ।

পেশির চোটে ভুগছিলেন স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো। গত সপ্তাহে প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রথমার্ধের পর উঠিয়ে নেওয়া হয় তাকে। সেই চোট থেকে সেরে উঠে অনুশীলন শুরু করেছেন তিনি। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনহোরও একই রকমের পরিস্থিতি ছিল। গত ১১ মে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর থেকে মাঠের আছেন তিনি।

সবশেষ পাঁচ মৌসুমে তৃতীয়বারের মতো ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের ফাইনালে উঠেছে লিভারপুল। ২০১৭-১৮ মৌসুমে কিয়েভে রিয়ালের কাছেই তাদেরকে হার মানতে হয়েছিল ৩-১ গোলে। ওই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের রেকর্ড ১৩তম শিরোপা ঘরে তুলেছিল লস ব্লাঙ্কোসরা। হতাশা ঝেড়ে ফেলে পরের মৌসুমেই সেরার মুকুট মাথায় চড়িয়েছিল লিভারপুল। ২০১৮-১৯ মৌসুমে স্বদেশি ক্লাব টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে তারা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল এই প্রতিযোগিতায়।

দুই জায়ান্টের লড়াইয়ের আগে শিরোপার হিসাবে লিভারপুল অনেকটা পিছিয়ে। তবে চ্যাম্পিয়ন্স লিগে সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি ঝরেছে অলরেডদের কোচ ক্লপের কণ্ঠে, 'আমরাও অভিজ্ঞ। পাঁচ বছরে এটি আমাদের তৃতীয় ফাইনাল। এটাও বিশেষ কিছু।'

রিয়ালের বিপক্ষে কিয়েভের ওই ফাইনাল থেকে শিক্ষা নেওয়ার আছে বলে মত ক্লপের, 'ওই ম্যাচে আমরা ভালো খেলেছিলাম। কিন্তু পরিস্থিতির কারণে আমাদের সমস্যায় পড়তে হয়েছিল। নিয়মিত খেলোয়াড়দের অনেকে মাত্রই চোট থেকে ফিরেছিল। (মোহামেদ) সালাহ চোট পেয়েছিল। এরকম ঘটতেই পারে। জিততে হলে এসব থেকে শিক্ষা নিতে হবে।'

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

2h ago