‘ট্রফি আছে, প্রমাণের আর কিছু নেই’, ব্যালন ডি’অর নিয়ে বেনজেমা

শনিবার রাতে প্যারিসে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১৪তম বারের মতো শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। ফাইনালের দিন নিষ্প্রভ থাকলেও গোটা টুর্নামেন্টে বেনজেমাই রিয়ালের আসল হিরো।
Karim Benzema
করিম বেনজেমা। ছবি: সংগ্রহ

ফাইনালের আগেই লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন, সাদিও মানে, করিম বেনজেমার মধ্যে যে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে সেই ব্যালন ডি'অর জেতার পথে এগিয়ে যাবে। সরল এই হিসাব হয়ত মাথায় আছে বেনজেমারও। অসাধারণ মৌসুম চ্যাম্পিয়ন্স লিগে পূর্ণতা পাবার পর তার মতে সেরার স্বীকৃতি পেতে প্রমাণের আর কিছু বাকি নেই।

শনিবার রাতে প্যারিসে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১৪তম বারের মতো শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। ফাইনালের দিন নিষ্প্রভ থাকলেও গোটা টুর্নামেন্টে বেনজেমাই রিয়ালের আসল হিরো।

নকআউট রাউন্ডে দলকে জেতাতে টানা দুই হ্যাটট্রিক করেছেন। সেমি-ফাইনালে গড়ে দিয়েছেন ব্যবধানে। বারবার ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য সব গল্প লিখে আলো কেড়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। রিয়ালের শিরোপা জয়ের উৎসবের রাতে ব্যালন ডি'অর নিয়েও প্রশ্ন গিয়েছিল বেনজেমার কাছে।

গণমাধ্যমকে তিনি সহজ জবাবে জানান অপেক্ষার কথা,  'দেখি কী হয়, আমার ট্রফি আছে, মাঠে প্রমাণের আর কিছু বাকি নেই। এখন সাফল্য উদযাপন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

লিভারপুলের বিপক্ষে এদিন প্রথমার্ধে অনেকটা কোণঠাসা ছিল রিয়াল। প্রতিপক্ষে একের পর এক আক্রমণ সামলাতে হয় গোলরক্ষক থিবো কোর্তুয়াকে। তবে বিরতির পর ঠিকই রিয়াল দেখায় ম্যাজিক। ৫৯ মিনিটে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোল পান ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের পরের ধাপে ঘুরে দাঁড়ানোর রিয়ালের প্রথা মনে করিয়ে দেন বেনজেমা,  'ফাইনাল কখনই সহজ হয় না। স্প্যানিশ চ্যাম্পিয়ন হিসেবে এসেছি এখানে, শুরুতে ছন্দ পাইনি। তবে অফসাইডে গোল বাতিলের পর আমরা খেলায় ঘুরে দাঁড়াই। বিরতির পর এটাই করেছি যা এতদিন করে আসছি।'

Comments

The Daily Star  | English

Three difficult choices to heal economy

Bangladesh yesterday made three major decisions to cushion the economy against critical risks such as stubborn inflation and depletion of foreign currency reserves.

5h ago