'ডি ব্রুইনার এমন পারফরম্যান্সে কিছুই করার থাকে না'

মূলত গোল তৈরি করে দেওয়াই তার কাজ। সেই কেভিন ডি ব্রুইনা একাই করলেন চার গোল। এরপর আর ম্যাচের কি বাকি থাকে। তার কাছেই বিধ্বস্ত হলো উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। ম্যাচের এমন পরিস্থিতিতে রীতিমতো অসহায়ত্ব স্বীকার করে নিলেন ব্রুনো লাগের অনুপস্থিতিতে উলভসের কোচের দায়িত্ব পালন করা কার্লোস কাচাদা।

ঘরের মাঠে বুধবার রাতে ম্যানচেস্টার সিটির কাছে ৫-১ গোলে হেরেছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। এদিন ম্যাচের মাত্র ২৪ মিনিটের মধ্যেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন ডি ব্রুইনা। যা প্রিমিয়ার লিগের ইতিহাসে শুরুর একাদশে থাকা খেলোয়াড়দের মধ্যে তৃতীয় দ্রুততম হ্যাটট্রিক।

আর ডি ব্রুইনার অসাধারণ পারফরম্যান্সে ইংলিশ লিগ শিরোপা ধরে রাখার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল সিটি। নাটকীয় কিছু না হলে তাদের হাতেই উঠতে যাচ্ছে লিগ শিরোপা। শেষ দুই ম্যাচের একটি ম্যাচে হারলেও তেমন ক্ষতি হবে না দলটির। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের চেয়ে পরিষ্কার তিন পয়েন্টের সঙ্গে সাত গোলের ব্যবধানেও এগয়ে আছে তারা।

তবে এদিন ডি ব্রুইনার কাছেই হেরেছেন বলে জানান কাচাদা, 'যখন আপনার কাছে ডি ব্রুইনার মতো খেলোয়াড় থাকে, যে সবসময় খেলা পরিবর্তন করতে পারে, আপনার একটি কৌশল থাকে এবং এই ধরনের খেলোয়াড়দের কথা আসে তখন তারা চারটি গোল করতে পারে এবং খেলাটি শেষ করতে পারে। এমন পারফরম্যান্সে আমরা কিছুই করতে পারি না।'

এ বেলজিয়ানের পারফরম্যান্সে দারুণ উচ্ছ্বসিত সিটি কোচ পেপ গার্দিওলাও, 'সে গত দুই বা তিন মাস ধরেই বিশেষ করে প্রিমিয়ার লিগে পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও অসাধারণ খেলে চলেছে। মৌসুমের এই অংশে সে আমাদের প্রাণভোমরা ছিল। সে শুধু তৈরি করে দেয় না, গোলও করে, সবকিছুই করে। সে আমাদের অনেক সাহায্য করে। আমি খুশি কারণ কেভিন খুবই উদার এবং সবসময় দলের জন্য সেরা চিন্তা করে। বছরটি তার জন্য সবচেয়ে ফলপ্রসূও।

তবে এদিন ম্যাচের সপ্তম মিনিটে গোল হজম করলেও এর চার মিনিট পর সমতায় ফিরেছিল উলভস। তবে এরপর দ্রুতই ডি ব্রুইনা ফের দলকে এগিয়ে স্বস্তি এনে দেন সিটি শিবিরে। গার্দিওলার ভাষায়, 'সবসময়ই আমরা এমন একটি গোল হজম করি যা আমাদের প্রাপ্য না। সেই মুহূর্তে আমরা নিয়ন্ত্রণে ছিলাম কিন্তু আমরা গোল খেয়ে বসি। তবে আমরা দ্রুত একটি গোল পাওয়ার পাই যা আমাদের অনেক সাহায্য করেছে।'

Comments