দুই গোলে পিছিয়ে পড়েও বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে ফ্রান্স

বিরতির আগেই দুই গোলে পিছিয়ে পড়ল ফ্রান্স। কিন্তু দমে না গিয়ে রোমাঞ্চকর ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে বেলজিয়ামের জালে তিনবার বল পাঠিয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনালে জায়গা করে নিল তারা।
বৃহস্পতিবার রাতে ইতালির জুভেন্টাস স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমিফাইনালে ৩-২ গোলে জিতেছে ফ্রান্স। ইয়ান্নিক কারাসকো বেলজিয়ামকে এগিয়ে দেওয়ার পর ব্যবধান বাড়িয়েছিলেন রোমেলু লুকাকু। করিম বেনজেমার লক্ষ্যভেদে ব্যবধান কমানো ফরাসিরা সমতায় ফেরে কিলিয়ান এমবাপের পেনাল্টিতে। এরপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে জয়সূচক গোলটি করেন থিও হার্নান্দেজ।
জমজমাট লড়াইয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ানদের পায়ে বল ছিল ৫২ শতাংশ সময়ে। তারা গোলমুখে ১১ টি শট নিয়ে লক্ষ্যে রাখে ছয়টি। অন্যদিকে, বাকি ৪৮ শতাংশ সময়ে বল পায়ে রাখে ফ্রান্স। তাদের নেওয়া ১৬টি শটের মধ্যেও লক্ষ্যে ছিল ছয়টি।
ফাইনালে দিদিয়ের দেশামের দল মুখোমুখি হবে স্পেনের। ইউরোর শিরোপাধারী ইতালিকে হারিয়ে আগেই শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। সান সিরোতে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে। তার আগে তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে নামবে ইতালি ও বেলজিয়াম।
Comments