শুরুতেই মুখোমুখি মেসি-রোনালদো (কারিগরি ত্রুটির জন্য এই ড্র বাতিল)

বিঃদ্রঃ কারিগরি ত্রুটির জন্য বাতিল হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের এ ড্র। বিস্তারিত পড়ুন - কারিগরি ত্রুটির জন্য আবার হবে চ্যাম্পিয়ন্স লিগের ড্র

সময়ের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। গত এক যুগেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের রাজত্ব করে আসছেন এ দুই জন। দুইজনে মিলে ব্যালন ডি'অরই বগলদাবা করেছেন ১২টি। সে দুই তারকা এবার মুখোমুখি হচ্ছেন দ্বিতীয় রাউন্ডেই। চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে মুখোমুখি হচ্ছে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ও মেসির ক্লাব পিএসজি।

সুইজারল্যান্ডের নিয়নে সোমবার অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র। সেখানেই নির্ধারিত হয় দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা ১৬টি দলের ভাগ্য। ড্রয়ের একেবারে শেষে জানা যায় সময়ের সেরা দুই তারকা মুখোমুখি হতে যাচ্ছেন শুরুতেই। অর্থাৎ পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে দ্বিতীয় রাউন্ডে।

এছাড়া ড্রয়ে গতবারের চ্যাম্পিয়ন চেলসির কিছুটা সহজ প্রতিপক্ষ পেয়েছে। তারা লড়বে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে। আরেক ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ কিছুটা সহজ। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের মোকাবেলা করবে তারা। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদও সহজ প্রতিপক্ষ পেয়েছে। তারা মোকাবেলা করবে বেনফিকার বিপক্ষে।

জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিদ্বন্দ্বী স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ। লিভারপুল লড়বে আরবি সলজবুর্গের বিপক্ষে। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের প্রতিপক্ষ আয়াক্স। আরেক ইতালিয়ান জুভেন্টাস খেলবে স্পোর্তিং লিসবনের বিপক্ষে।

২০১৮-১৯ মৌসুমের পর এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড। এরমধ্যে দুটি করে জয় রয়েছে দুই দলেরই। যদিও তখন এ দুই দলে রোনালদো কিংবা মেসি কেউই খেলতেন না।

অবশ্য গত মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিলেন মেসি ও রোনালদো। তখন বার্সেলোনার হয়ে খেলতেন মেসি। আর রোনালদো ছিলেন জুভেন্টাসে। গ্রুপ পর্বের লড়াইয়ের কারণেই পরের রাউন্ড নিশ্চিত করতে পেরেছিল দুই জনই। কিন্তু এবার লড়াইটা নকআউট পর্বেই। তাই শুরুতেই একজনকে বিদায় হতে হচ্ছে। এর আগে ২০১২ সালে নকআউট পর্বে মুখোমুখি হয়েছিলেন মেসি ও রোনালদো।

তবে সবমিলিয়ে গত ১৫ বছরে এ দুই তারকা মুখোমুখি হয়েছেন মোট ৩৬ বার। এরমধ্যে মেসির দল জিতেছে ১৬ বার। রোনালদোর দল জিততে পেরেছে ১১ বার। বাকি ম্যাচগুলো ড্র। এ সময়ে ২২টি গোল দিয়েছেন মেসি। আর ২১টি গোল রোনালদোর।

দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচ হবে ১৫, ১৬, ২২ ও ২৩ ফেব্রুয়ারি। এরপর দ্বিতীয় লেগের ম্যাচ হবে ৮, ৯, ১৫ ও ১৬ মার্চ।

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ

রিয়াল মাদ্রিদ-বেনফিকা

ম্যানচেস্টার সিটি-ভিয়ারিয়াল

বায়ার্ন মিউনিখ-আতলেতিকো মাদ্রিদ

লিভারপুল-রেড বুল সালজবুর্গ

আয়াক্স-ইন্টার মিলান

জুভেন্টাস-স্পোর্তিং লিসবন

লিল-চেলসি

ম্যানচেস্টার ইউনাইটেড-পিএসজি

Comments

The Daily Star  | English
problems in filing complaints in police stations

No scope to verify authenticity when cases are filed: IGP

Instructions have already been issued to ensure that no one is arrested in a harassing manner, he says

1h ago