নতুন খেলোয়াড় কিনতে দুই সমস্যার সমাধান চাই বার্সার

চলতি মৌসুমে যে শিরোপা শূন্য থাকতে হবে তা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে বার্সেলোনার। আগামী মৌসুমেও শিরোপাশূন্য না থাকতে চাইলে গ্রীষ্মের দল-বদলে ভালো কিছু সাইনিং বেশ জরুরী দলটির জন্য। তবে নতুন খেলোয়াড় দলে টানার আগে নিজেদের প্রধান দুটি সমস্যার সমাধান করতে হবে কাতালানদের।

চলতি মৌসুমে যে শিরোপা শূন্য থাকতে হবে তা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে বার্সেলোনার। আগামী মৌসুমেও শিরোপাশূন্য না থাকতে চাইলে গ্রীষ্মের দল-বদলে ভালো কিছু সাইনিং বেশ জরুরী দলটির জন্য। তবে নতুন খেলোয়াড় দলে টানার আগে নিজেদের প্রধান দুটি সমস্যার সমাধান করতে হবে কাতালানদের।

২০২২-২৩ মৌসুমের শুরুতে নতুন কিছু মুখ চেয়েছেন প্রধান কোচ জাভি হার্নান্দেজ। এরমধ্যেই এ নিয়ে কাজ করেছে যাচ্ছে বার্সেলোনার স্পোর্টস ম্যানেজমেন্ট। আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন ও ফ্র্যাঙ্ক কেসির সঙ্গে মৌখিক আলোচনাও করেছে তারা। তবে লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে ক্লাবটির।

এ মুহূর্তে নতুন দুই খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করার অবস্থায় নেই বার্সেলোনা। বর্তমানে লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়মে ১৪৪ মিলিয়ন ইউরো পিছিয়ে আছে দলটি। গত সপ্তাহে অবশ্য এ নিয়ে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ক্লাবটির বর্তমান প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।

সিভিসি চুক্তির অধীনে গেলে ২৭০ মিলিয়ন ইউরো পেতে পারে ক্লাবটি। এছাড়া নিজেদের স্টেডিয়াম ন্যু ক্যাম্পের নাম স্বত্ব বিক্রি করে বড় অঙ্ক পেতে যাচ্ছে বার্সেলোনা। স্পোটিফাইয়ের সঙ্গে চুক্তিতে প্রতি মৌসুমে ৭০ মিলিয়ন ইউরো করে মোট ২৮০ মিলিয়ন ইউরো পাওয়ার সুযোগ রয়েছে তাদের।

তারপরও সমস্যা রয়েছে। নতুন খেলোয়াড় দলে আসলে কিছু পরিমাণ খেলোয়াড় চলে যেতেই হবে বার্সেলোনা থেকে। কারণ তাদের মাত্র ২৫টি টোকেন রয়েছে তাদের এবং একই সঙ্গে খেলোয়াড়দের বেতন-ভাতাও কমাতে হবে।

দানি আলভেস, সের্জি রোবার্তো, উসমান দেম্বেলে, লুক ডি ইয়ং এবং অ্যাদামা ত্রাওরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এরমধ্যে তাদের বেশ কয়েকজনের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে। নেতো, সের্জিনো ডেস্ট, অস্কার মিঙ্গুয়েজা, স্যামুয়েল উমতিতি, রিকি পুইজ, মেমফিস ডিপাই ও মার্টিন ব্র্যাথওয়েটদের সঙ্গে ফিলিপ কৌতিনহো, মিরালেম পিয়ানিচ, কালাদো ও ত্রিনকাওরা ফিরে আসবেন গ্রীষ্মেই। তাই নতুন মৌসুম শুরুর আগে অনেক কাজই করতে হবে দলটিকে।

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

2h ago