নিউক্যাসলের সঙ্গে হারতে হারতে ড্র করল রোনালদোরা

ভাগ্যটা সঙ্গেই ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। শুরুতে পিছিয়ে পড়ার পর ব্যবধান বাড়তে পারতো আরও। একের পর এক দুর্দান্ত সেভে রেড ডেভিলদের ম্যাচে রেখেছেন দাভিদ দি গিয়া। গোল মুখ থেকে বল ফিরিয়েছেন। বারপোস্টে লেগেও ফিরে আসে বল। এমনকি বল জালে ঢুকেও গোল হয়নি অফসাইডের কারণে। অনেকটা ধারা বিপরীতে উল্টো গোল পেয়ে যায় দলটি। তাতে তলানিতে থাকা নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হার এড়াতে পেরেছে রালফ রাংনিকের দল।
সেইন্ট জেমস পার্কে সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আলাঁ সাঁ-মাক্সিমাঁর গোলে নিউক্যাসল এগিয়ে গেলেও বিরতির পর বদলি খেলোয়াড় এদিসন কাভানির গোল সমতা ফেরায় ম্যানচেস্টারের দলটি।
প্রতিপক্ষের মাঠেও এদিন মাঝমাঠের দখল নিয়ন্ত্রণে রেখেছিল ম্যানচেস্টার। ৬৯ শতাংশ বল পায়ে ছিল তাদেরই। ১৩টি শট নেয় দলটি। যার চারটি ছিল লক্ষ্যে। অন্যদিকে বল দখলে লড়াই করলেও ম্যাচের জোরালো আক্রমণগুলো করেছে নিউক্যাসেলই। ম্যানচেস্টারের সমান ১৩টি শট নেয় তারাও। তবে লক্ষ্যে ছিল ৮টি শট।
এদিন ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় নিউক্যাসল। শন লংস্টাফের কাছ দুই ডিফেন্ডারকে কাটিয়ে ভেতরে নিখুঁত এক শটে বল জালে পাঠান সাঁ-মাক্সিমাঁ। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষক দি গিয়ার। ২৪তম মিনিটে অবশ্য নিউক্যাসলের ব্যবধান বাড়ানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন তিনি। জনজো শেভলির দূরপাল্লার শট দারুণ দক্ষতায় ঠেকান এ স্প্যানিশ গোলরক্ষক।
৩৮তম মিনিটে বল জালে পাঠিয়েছিলেন কালাম উইলসন। তবে অফসাইডে থাকায় গোল পায়নি নিউক্যাসল। দ্বিতীয়ার্ধের শুরুতে তো বড় বাঁচা বেঁচে যায় ম্যানচেস্টার। ডি-বক্সে একেবারে ফাঁকায় বল পেয়ে যান সাঁ-মাক্সিমাঁ। কিন্তু জোরালো শট নিতে পারেননি। তার দুর্বল শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক দি গিয়া।
৭১তম মিনিটে অনেকটা ভাগ্যের সহায়তায় সমতায় ফেরে ম্যানচেস্টার। ডি-বক্স থেকে নেওয়া কাভানির শট ঠেকাতে এক পাশে ঝাঁপ দিয়েছিলেন নিউক্যাসল গোলরক্ষক মার্তিন দুবরাভকা। কিন্তু তার শট এক ডিফেন্ডারের গায়ে লাগলে ফের পেয়ে যান এ উরুগুইয়ান ফরোয়ার্ড। ফিরতি শটে ফাঁকা জালে বল পাঠান তিনি।
৮৮তম মিনিটে তো দুর্ভাগা নিউক্যাসল। জ্যাকব মারফির শট ফিরে পোস্টে লেগে। পরে মিগেল আলমিরনের দারুণ শট কর্নারের বিনিময়ে ঠেকান ম্যানচেস্টার গোলরক্ষক। ফলে স্বস্তির ড্র নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে ম্যানচেস্টার। ১৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে নিউক্যাসল। ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
Comments