পিএসজিকে লিগে প্রথম হারের তিক্ত স্বাদ দিল রেনেঁ

ছবি: রয়টার্স

গোটা ম্যাচে বল দখলে আধিপত্য দেখানো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) গোলমুখে শট নিল ১৩টি। কিন্তু তাদের একটি প্রচেষ্টাও থাকল না লক্ষ্যে। গোলের খুব কাছে তারা পৌঁছাতে পারল একবারই, প্রথমার্ধে যখন লিওনেল মেসির ফ্রি-কিক বাধা পেল ক্রসবারে। তারকাখচিত দলটির এমন বিবর্ণ দিনে উজ্জীবিত পারফরম্যান্স উপহার দিল রেনেঁ। মরিসিও পচেত্তিনোর শিষ্যদের এবারের ফরাসি লিগ ওয়ানে প্রথম হারের তিক্ত স্বাদ দিল তারা।

রবিবার প্রতিপক্ষের মাঠে ২-০ গোল হেরেছে প্যারিসিয়ানরা। প্রথমার্ধের শেষ মিনিটে রেনেঁকে এগিয়ে দেন গায়েতান লাবোর্দে। এরপর দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লাভিয়েন তেইত।

ম্যাচের শুরুর দিকে দেখা মেলে প্রত্যাশার উল্টো চিত্রের। বারবার পিএসজির রক্ষণে ভীতি ছড়ায় রেনেঁ। তারা দুই গোলে এগিয়ে যাওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি পিএসজি। গোটা ম্যাচেই মেসি-নেইমার-কিলিয়ান এমবাপেকে নিয়ে গড়া দলটির আক্রমণভাগের ফিনিশিং ছিল হতাশাজনক।

২১তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে রেনেঁর কামালদিন সুলেমানার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর তাদের রক্ষণের ভুলে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। কিন্তু উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করেন তিনি। দুই মিনিট পর হতাশ করেন এমবাপে। আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির পাসে প্রতিপক্ষ গোলরক্ষক আলফ্রেদ গোমিসকে একা পেলেও তার শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে।

৩১তম মিনিটে দুর্ভাগ্যের শিকার হন রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী মেসি। তার ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে। পিএসজিতে যোগ দেওয়ার পর এই নিয়ে তার তিনটি প্রচেষ্টা নস্যাৎ হলো ক্রসবার বা পোস্টে লেগে। বিরতির ঠিক আগে খেলার ধারার বিপরীতে গোল পেয়ে যায় রেনেঁ। বাম প্রান্ত থেকে সুলেমানার ক্রসে দারুণভাবে লক্ষ্যভেদ করেন লাবোর্দে।

বিরতির পর খেলা শুরুর প্রথম মিনিটে প্রথম আক্রমণেই পিএসজিকে কাঁপিয়ে দেয় রেনেঁ। ডান প্রান্ত দিয়ে উপরে উঠে বাইলাইনের কাছ থেকে ডি-বক্সে ক্রস ফেলেন লাবোর্দে। জোরালো শটে পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমাকে পরাস্ত করে বাকিটা সারেন তেইত।

৬৮তম মিনিটে আনহেল দি মারিয়ার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে নিশানা ভেদ করেছিলেন ফরাসি স্ট্রাইকার এমবাপে। কিন্তু তিনি অফসাইডে থাকায় বাতিল হয় গোলটি। দুই মিনিট পর দুরূহ কোণ থেকে তার আরেকটি শট লক্ষ্যে থাকেনি। ৮২তম মিনিটে সফরকারীদের দুর্দশা আরও বাড়তে পারত। আশরাফ হাকিমির চ্যালেঞ্জে লাবোর্দে ডি-বক্সে পড়ে গেলে প্রথমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে ভিএআরের সাহায্য নেওয়া হলে পাল্টে যায় সিদ্ধান্ত। বাকি সময়ে উল্লেখযোগ্য কিছু আর ঘটেনি।

লিগে নবম ম্যাচে পিএসজির এটি প্রথম হার। বাকি আট ম্যাচের সবকটিতে জেতায় ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে তারা। সমান ম্যাচে তৃতীয় জয় পাওয়া রেনেঁ মোট ১২ পয়েন্ট নিয়ে আছে তালিকার সপ্তম স্থানে।

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

5h ago