পিএসজিতে যোগ দিয়ে ভুল করেননি, বললেন মেসি

পিএসজিতে লিওনেল মেসির শুরুটা হয়নি প্রত্যাশামাফিক। সেখানে এখনও নিজের সেরা ছন্দ খুঁজে পাননি আর্জেন্টিনার এই মহাতারকা। তবে বার্সেলোনা ছেড়ে এই ফরাসি ক্লাবটিতে যোগ দেওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই তার।
সম্প্রতি ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলকে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। পিএসজিতে যোগ দেওয়ার পর এটাই তার প্রথমবারের মতো কোনো গণমাধ্যমের মুখোমুখি হওয়া। বৃহস্পতিবার ক্রীড়া বিষয়ক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ওই একান্ত আলাপে মেসি বলেছেন, 'পিএসজিতে যোগ দিয়ে আমি কোনো ভুল করিনি।'
ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনা ছাড়ার কারণ, প্যারিসে তার জীবনযাত্রা এবং জাতীয় দল আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা জেতা নিয়েও কথা বলেছেন ৩৪ বছর বয়সী মেসি। তার পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি প্রকাশিত হবে আগামী শনিবার।
গত ১০ অগাস্ট বার্সার সঙ্গে দীর্ঘ ২১ বছরের বন্ধনের ইতি টেনে পিএসজিতে নাম লেখান মেসি। প্যারিসে তিনি সঙ্গী হিসেবে পেয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ও ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে। নতুন ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত মোট পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি- তিনটি ফরাসি লিগ ওয়ানে, দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। তবে জালের দেখা তিনি পেয়েছেন কেবল একবার।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিএসজির জার্সিতে অভিষেক গোলটি করেন মেসি। কিন্তু তিন দিন পরই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী এই ফরোয়ার্ডকে। তারকাখচিত দল নিয়েও লিগ ওয়ানে রেনেঁর কাছে ২-০ গোলে হেরে যায় পিএসজি।
Comments