ফাউলের ছড়াছড়ির ম্যাচ গোলশূন্য, আর্জেন্টিনাকে অপেক্ষায় রাখল ব্রাজিল

ছবি: টুইটার

ছন্দময় ফুটবলের দেখা মিলল বটে। তবে তা কদাচিৎ। বরং শারীরিক শক্তি প্রদর্শন যেন হয়ে উঠল মুখ্য! একের পর এক ফাউলের কারণে উত্তপ্ত হওয়া লড়াইয়ে গোলের সুযোগ তৈরি হলো গুটিকয়েক। সেগুলো কাজে লাগাতে পারল না কোনো দল। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল।

বুধবার সান হুয়ানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

আগামী ২০২২ কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা আগেই নিশ্চিত করেছে ব্রাজিল। তাদের সঙ্গী হতে হলে এই ম্যাচে জিততে হতো আর্জেন্টিনাকে। কিন্তু পূর্ণ পয়েন্ট না পাওয়ায় তাদেরকে থাকতে হচ্ছে অপেক্ষায়। 

গোটা ম্যাচে ফাউল হয়েছে ৪২টি। দুই দলই সমান ২১টি করে ফাউল করেছে। স্বাগতিক আর্জেন্টিনার চার ও সফরকারী ব্রাজিলের তিন ফুটবলারকে হলুদ কার্ড দেখান রেফারি। লাল কার্ডের দেখাও মিলতে পারত। প্রথমার্ধে আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির কনুইয়ের আঘাতে রক্তাক্ত হন ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনহা। তবে মাঠে রেফারি দেননি কোনো কার্ড। পরবর্তীতে ভিএআরেও আসেনি তার সিদ্ধান্তের পরিবর্তন।

ঊরুর চোটের কারণে খেলতে পারেননি পিএসজির ফরোয়ার্ড নেইমার। তার অনুপস্থিতিতে বেশ ভুগেছে ব্রাজিল। নেইমারের ক্লাব সতীর্থ লিওনেল মেসি অবশ্য পুরোটা সময় খেলেন আর্জেন্টিনার জার্সিতে। কিন্তু চেনা ছন্দে পাওয়া যায়নি তাকে।

বল দখলে কিছুটা এগিয়ে ছিল আর্জেন্টিনা। ৫৬ শতাংশ সময়ে বল পায়ে রাখে তারা। দুই দলই গোলমুখে নেয় নয়টি করে শট। আর্জেন্টিনার তিনটি শট লক্ষ্যে থাকার বিপরীতে ব্রাজিল লক্ষ্যে রাখে দুটি।

১৭তম মিনিটে ডি-বক্সের প্রান্ত থেকে সুযোগ নষ্ট করেন ব্রাজিলের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ৭০তম মিনিটে ফাঁকায় বল পেয়েও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বরাবর শট নেন তিনি। এর দশ মিনিট আগে ফ্রেদের দূরপাল্লার শট ক্রসবারে বাধা পেলে গোলবঞ্চিত হয় সেলেসাওরা।

নির্ধারিত সময়ের শেষদিকে আর্জেন্টিনাকে জেতানোর সুযোগ পেয়েছিলেন মেসি। তবে ম্যাচের স্কোরলাইনে পরিবর্তন আনতে পারেননি। ডি-বক্সে ঢুকে তিনি যে নিচু শট নেন, তা দ্বিতীয়বারের চেষ্টায় লুফে নেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন।

১৩ ম্যাচে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের অর্জন ৩৫ পয়েন্ট। তিতের দল রয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে। তাদের মতো বাছাইয়ে অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

2h ago