বন্ধুর মৃত্যুতে রোনালদোর শোক প্রকাশ

স্পোর্টিং লিসবন থেকে একত্রে বেড়ে ওঠা। এরপর দুইজন ভিন্ন পথে গেলেও ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে জোসে সেমেদোর সঙ্গে সম্পর্কটা বরাবরই ছিল দারুণ। সে সুবাদে তার স্ত্রী সোরাইরার সঙ্গেও দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় তার। কিন্তু সপ্তাহ খানেক আগে হঠাৎ করেই পৃথিবীর মায়া ত্যাগ করেন সোরাইরা। তাতেই শোকাহত রোনালদো।
৩৪ বছর বয়সী সোরাইরা সংক্রমণের কারণে স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। তবে গত বৃহস্পতিবার সকালে হঠাৎ করে মারা যান সোরাইরা। হঠাৎ প্রিয়জন হারানোর কষ্ট মানতে পারছেন না রোনালদো। আগের দিন সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
ইনস্টাগ্রামে সেমেদো ও সেমেদোর স্ত্রীর সঙ্গে নিজের পরিবারের একটি ছবি আপলোড দিয়ে দুঃখ প্রকাশ করে এ তারকা লিখেছেন, 'এমন কিছু মুহূর্ত আছে, যখন ফুটবলসহ সবকিছুই পেছনে পড়ে যায়। গত সপ্তাহে, অপ্রত্যাশিতভাবে একজন অসাধারণ মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের প্রিয় সোরাইয়া, একজন দারুণ মা এবং আমার জীবনে পাওয়া সেরা বন্ধুদের একজনের স্ত্রী।'
'আমার ভাই জোসে সেমেদো ও তার পুরো পরিবারের ব্যথা কোনো কিছুতেই কমবে না। তবে আমরা বরাবরের মতো আজকেও একসাথে আছি। এই কঠিন সময় কাটিয়ে উঠতে হবে। শান্তিতে থাক, আমার বন্ধু। আমরা তোমাকে কখনো ভুলব না।' - যোগ করেন রোনালদো।
Comments