বার্সায় মেসির অধ্যায় শেষ করার আহ্বান কোমানের

শেষ পর্যন্ত ২১ বছরের সম্পর্কের ইতি হয়েছে। লিওনেল মেসি আর বার্সেলোনার খেলোয়াড় নন। যোগ দিয়েছেন ফরাসি ক্লাব পিএসজিতে। কিন্তু মেসির জন্য কান্না যেন এখনও শেষ হচ্ছে না বার্সেলোনায়। খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা, সমর্থক হতে শুরু করে সবাই হতাশ। তবে নতুন মৌসুমে ভালো কিছু করতে হলে এখনই ক্লাবটিতে মেসির বইটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন বার্সা কোচ রোনাল্ড কোমান।
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিটা মৌখিকভাবে হয়েই ছিল মেসির। ছুটি কাটিয়ে ক্লাবে ফিরে চুক্তিতে স্বাক্ষর করতে গিয়েছিলেন এ আর্জেন্টাইন। কিন্তু শেষ মুহূর্তে তাদের এ চুক্তি আটকে দেয় লা লিগা কর্তৃপক্ষ। ফেয়ার প্লের নিয়ম নীতির বেড়াজালে পড়েন সময়ের সেরা এ খেলোয়াড়। তাতে হতাশ হয়ে পড়েন মেসিসহ পুরো ক্লাবই। কিন্তু এ হতাশা থেকে দলকে উঠে আসার আহ্বান জানান কোমান। মৌসুম শুরুর আগে আর পুরনো কিছু নিয়ে ভাবতে চান না তিনি।
ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কোমান বলেন, 'আমাদের বুঝতে হবে একজন খেলোয়াড়ের সবসময় একটি শেষ থাকে। আপনাকে এ বইটি বন্ধ করতে হবে কারণ এখন আমাদের নতুন মৌসুমে মনোনিবেশ করতে হবে। আমাদের নতুন খেলোয়াড় আছে এবং আমাদের এগিয়ে যেতে হবে। এর জন্য আমাদের সময় আছে। এই মৌসুমে আমাদের স্কোয়াডে তরুণ খেলোয়াড় যোগ দিয়েছে। আমরা এই ক্লাবের ভবিষ্যৎ নিয়ে কাজ করছি। আমাদের এই বিষয়ে ফোকাস করা উচিৎ এবং গত কয়েক দিনে কী ঘটেছে তার উপর মনোযোগ না দেওয়া সত্যিই গুরুত্বপূর্ণ।'
ক্লাবের আর্থিক ঘাটতির কথা জানলেও মেসির এমন বিদায় বেশ অবাক হয়েছেন কোমান 'আমি জানতাম ক্লাব, লিও মেসি এবং লিগের মধ্যে একটি কঠিন পরিস্থিতি ছিল যাতে মেসিকে ক্লাবে ধরে রাখার সম্ভাবনা থাকে। অনেক লম্বা সময় লেগেছে, তবে আমি দিনে দিনে এবং প্রতি মুহূর্তে অবাক হয়েছি যখন শুনলাম সে বার্সেলোনার হয়ে খেলা শেষ করে ফেলেছে। আমি জানতাম ক্লাবের আর্থিক অবস্থা এটা কঠিন করে তুলেছে।'
নতুন মৌসুম শুরুর আগে সবকিছুর দ্রুত পরিবর্তন চান এ ডাচ কোচ, 'আমি মনে করি এটা অনেক কঠিন হবে কারণ আমরা সাধারণ কোনো খেলোয়াড়ের কথা বলছি না, আমরা লিও মেসির কথা বলছি, সে বিশ্বের সেরা খেলোয়াড়। আমরা সবাই হতাশ হয়েছিলাম যখন জানলাম সে মৌসুমে আমাদের জন্য খেলবে না। কিন্তু ঠিক আছে, আপনাকে দ্রুত পরিবর্তন করতে হবে কারণ আপনি নতুন মৌসুম শুরুর আগে হতাশায় থাকা যাবে না। আপনাকে বুঝতে হবে কয়েক দিনের জন্য একটি কঠিন পরিস্থিতি ছিল। মেসি এই ক্লাবের জন্য অনেক কিছু ছিল।'
মেসির অভাব পূরণ করা কঠিন জানেন কোমান। তাই দলের অন্যসব খেলোয়াড় বাড়তি পদক্ষেপ নেওয়ার আহ্বান করেন তিনি, 'গোল করার ক্ষেত্রে অবশ্যই আমাদের আরও অসুবিধা হবে। গত মৌসুমেও মেসি ৩০ গোল করেছিল। তাই অন্যান্য খেলোয়াড়দের আরও বেশি কিছু করতে হবে এবং বাড়তি পদক্ষেপ নিতে হবে। এখন ব্যক্তিগত খেলোয়াড়দের চেয়ে দলগত ব্যাপার আরও বেশি। কোনো একজন নয়, আমাদের দলগতভাবে ভালো করতে হবে। এখন আমাদের স্কোয়াড অনেক শক্তিশালী। আমাদের কিছু খেলোয়াড় আনসু ফাতি, কৌতিনহোরা ইনজুরি থেকে ফিরেছে।'
Comments