'বার্সেলোনার দেনা প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা'

সাবেক প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউর অধীনে থাকা বোর্ডের প্রশাসনিক দুর্বলতার কারণে বেশ বড় অঙ্কের দেনায় ডুবে আছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এ সংবাদ প্রায় কম বেশি সবাই জানেন। কিন্তু তবে এ দেনার পরিমাণটা এতোই যে রীতিমতো দেউলিয়া হওয়ার অবস্থায় রয়েছে ক্লাবটি। দেনার পরিমাণ প্রায় ১.৩৫ বিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ হাজার ৪৯২ কোটি টাকা।

আর আর্থিক ঘাটতির কারণেই চলতি মৌসুমে বার্সেলোনা তাদের ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে ছেড়ে দিয়েছে। বিষয়টি এর আগে সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বললেও এ নিয়ে বিতর্ক কমেনি। অনেকেরই ধারণা লাপোর্তাই ধরে রাখতে চাননি মেসিকে। ক্লাবের সাবেক সভাপতি হতে শুরু করে অনেক সাবেক পরিচালক সরাসরি লাপোর্তার বিপক্ষে অবস্থান নিয়েছেন। আর সমর্থকরা তো রয়েছেনই।

যে সকল কারণে সোমবার ক্লাবের আর্থিক ঘাটতির ব্যাপার তুলে ধরেন সংবাদ সম্মেলনে। সাবেক সভাপতি বার্তোমেউকে ধুয়ে দিয়ে দেনার পরিমাণের কথা জানান ক্লাব সভাপতি, 'বার্তোমেউ অনেক মিথ্যা বলেছে। ব্যাংকের দেনা ৬৭৩ মিলিয়ন ইউরো, ৩৮৯ ইউরো খেলোয়াড়দের দেনা। অন্যায় বেতন-ভাতা মিলিয়ে এর পরিমাণ ১৩৫০ মিলিয়ন ইউরো ঋণ।'

অহেতুক বেশ কিছু খেলোয়াড়কে বড় অংক দিয়ে কিনে আনাই ক্লাবটির ঋণে জর্জরিত হওয়ার মূল কারণ। তবে এর বাইরেও বার্তোমেউ অনেক অপ্রয়োজনীয় খরচ করেছেন বলে জানান লাপোর্তা, 'টেলিভিশন স্বত্বের আয়ের থেকে ৫০ শতাংশ অগ্রিম হিসেবে আগের বোর্ড ব্যাংক থেকে ৭৯ মিলিয়ন ইউরো ধার নিয়েছে, যার সুদ ৯ শতাংশ। খেলোয়াড়দের বেতন কমানোর বিষয়টিও সত্যি নয়। আমরা অনেক ধরণের বোনাস ও অন্যান্য খরচ দেখেছি। এজেন্টদের বাইরেও অন্যান্যদের পেছনে ৪০ মিলিয়ন ইউরো খরচ হয়েছে খেলোয়াড় কিনতে। প্রতিটি কেনার পেছনে ৮ মিলিয়ন দিতে হয়েছে সঙ্গে ২ মিলিয়ন ইউরো প্রিমিয়াম। দক্ষিণ আমেরিকায় খেলোয়াড় খোঁজার জন্য একজনকে ৮ মিলিয়ন ইউরো দেওয়া হয়েছে।'

সবমিলিয়ে ক্লাবটি বেশ জটিল অবস্থাতেই রয়েছে। আর্থিক ঘাটতির কারণে দলে টানা নতুন খেলোয়াড়দের চুক্তিও কোর্টে পারছে না। যদিও জেরার্দ পিকেকে বেতন কমানোয় তিন খেলোয়াড়কে স্বাক্ষর করিয়েছে তারা। তবে ক্লাবের জটিলতা তাতেও কমছে না। লাপোর্তার ভাষায়, 'মোট আয়ের ১০৩ শতাংশ বেতন দিতে হচ্ছে খেলোয়াড়দের। আমাদের অন্যান্য প্রতিদ্বন্দ্বীর চেয়ে এটা ২০-২৫ শতাংশ বেশি। আমাদের ক্ষতির পরিমাণ প্রায় ৪৮১ মিলিয়ন ইউরো। সবমিলিয়ে ১.৩৫ বিলিয়ন ইউরো দেনা রয়েছে।'

Comments

The Daily Star  | English

Leaked audio reveals Hasina ordered lethal force in deadly crackdown: BBC investigation

In the audio, Hasina is heard saying she authorised security forces to "use lethal weapons" against demonstrators

1h ago