বায়ার্ন মিউনিখকে বিদায় করে সেমিতে ভিয়ারিয়াল

নিজেদের মাঠে লিডটা আগেই নিয়ে রেখেছিল ভিয়ারিয়াল। প্রতিপক্ষের মাঠে তাই রক্ষণ জমাট রেখে কাউন্টার অ্যাটাকে খেলছিল দলটি। তবে দারুণ এক গোলে ডেডলক ভেঙে বায়ার্ন মিউনিখকে লড়াইয়ে এনেছিলেন দলের সেরা তারকা রবার্ট লেভানদোভস্কি। কিন্তু ম্যাচের শেষ দিকে গোল হজম করে থামতে হয় দলটিকে। চলতে থাকে ভিয়ারিয়ালের স্বপ্নযাত্রা।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে বায়ার্ন মিউনিখের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভিয়ারিয়াল। তাতে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে সেমি-ফাইনালের টিকেট কেটেছে স্প্যানিশ ক্লাবটি। প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে এগিয়েছিল তারা। ম্যাচের ৫২তম মিনিটে লেভানদোভস্কির গোলে পিছিয়ে পড়ার পর ৮৮তম মিনিটে সামু চুকওয়াজের গোলে সমতায় ফেরে সফরকারীরা।

এদিন মাঝ মাঠের দখল রেখেই খেলতে থাকে বায়ার্ন। ৬৮ শতাংশ সময় বল পায়ে ছিল তাদেরই। শটও নেয় ২৩টি। কিন্তু লক্ষ্যে রাখতে পারে কেবল ৪টি। অন্যদিকে মোট ৪টি শটের মাত্র ১টি লক্ষ্যে রেখে সেই শট থেকেই গোল আদায় করে নেয় ভিয়ারিয়াল।

তবে প্রথমার্ধে কাউন্টার অ্যাটাক থেকে বলার মতো ভালো আক্রমণ করেছিল সফরকারীরাই। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল মিলেনি। দ্বিতীয়ার্ধেও কিছু সুযোগ ছিল। তবে ম্যাচের শেষ দিকে এসে সফল হয় স্প্যানিশ ক্লাবটি। তাতেই ছিটকে যায় বাভারিয়ানরা। গত মৌসুমেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল দলটি।

শুরু থেকে একের পর এক আক্রমণ করা বায়ার্ন এদিন ম্যাচের ৫৮তম মিনিটে এগিয়ে যায়। প্রথমার্ধে লেভানদোভস্কিকে খোলসবন্দী রাখতে পারলেও বিরতির পর আর তাকে আটকাতে পারেনি ভিয়ারিয়াল। টমাস মুলারের পাস থেকে ডি-বক্সে ঢুকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন এ পোলিশ তারকা। ফলে ম্যাচে এগিয়ে গেলেও দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে তারা।

এরপরও এগিয়ে যাওয়ার বেশ কিছু সুযোগ ছিল বায়ার্নের। ৭২তম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন মুলার। তবে তার খেসারৎ দিতে হয় ৮৮তম মিনিটে। জেরার্দ মোরেনোর কাছ থেকে নিখুঁত এক পাস ফাঁকায় পেয়ে অসাধারণ এক শট গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে পরাস্ত করেন চুকওয়াজে। শেষ পর্যন্ত এ গোলেই সেমি-ফাইনাল নিশ্চিত হয় তাদের।

Comments

The Daily Star  | English

Ishraque alleges political obstruction in DSCC mayoral appointment

Announces establishment of 'Mayor's Cell' to monitor service delivery in the city

1h ago