বিশ্বকাপ বাছাইপর্বের ব্রাজিল দলে ফিরলেন আলভেস

dani_alves
ছবি: টুইটার

বিশ্বকাপ বাছাইপর্বের তিনটি ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। সেখানে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেস।

শুক্রবার ব্রাজিল কোচ তিতের ঘোষিত দলে নতুন মুখ রয়েছে তিনটি। তারা হলেন বেনফিকার ডিফেন্ডার লুকাস ভেরিসিমো, জেনিট সেইন্ট পিটার্সবার্গের মিডফিল্ডার ক্লদিনহো ও লিডস ইউনাইটেডের ফরোয়ার্ড রাফিনহা।

নিজেদের মাটিতে সবশেষ কোপা আমেরিকায় চোটের কারণে খেলতে পারেননি আলভেস। তবে সম্প্রতি শেষ হওয়া টোকিও অলিম্পিকে আরও একবার সাফল্যের মুখ দেখেন স্বদেশি ক্লাব সাও পাওলোর হয়ে খেলা তারকা। তার নেতৃত্বে ফাইনালে স্পেনকে হারিয়ে সোনার পদক জেতে সেলেসাওরা।

ছয় ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ব্রাজিল। গত জুলাইতে আর্জেন্টিনার কাছে হেরে কোপা আমেরিকায় রানার্সআপ হওয়ার পর প্রথমবারের মতো তারা মাঠে নামতে যাচ্ছে আগামী মাসে।

৩ সেপ্টেম্বর চিলির মাঠে খেলতে নামবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তিন দিনের ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে আতিথ্য দেবে তারা। এরপর ১০ সেপ্টেম্বর নিজেদের মাটিতেই তারা মোকাবিলা করবে পেরুকে।

২৫ সদস্যের ব্রাজিল দল

গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এদারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারতন (পালমেইরাস);

ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), দানি আলভেস (সাও পাওলো), দানিলো (জুভেন্টাস), গিলের্মে আরানা (অ্যাতলেতিকো মিনেইরো), এদার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কুইনোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি);

মিডফিল্ডার: ব্রুনো গিমারেস (অলিম্পিক লিওঁ), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ক্লদিনহো (জেনিট সেইন্ট পিটার্সবার্গ), এভারতন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো), ফাবিনহো (লিভারপুল), ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ);

ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল বারবোসা (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রিচার্লিসন (এভারটন), রাফিনহা (লিডস ইউনাইটেড), নেইমার (পিএসজি), রবার্তো ফিরমিনো (লিভারপুল), মাথেয়াস কুনহা (হার্থা বার্লিন)।

Comments

The Daily Star  | English

Step up diplomacy as US tariff clock ticks away

Bangladesh must intensify trade diplomacy to protect garment exports from steep US tariffs as the clock runs down on a three-month reprieve, business leaders warned yesterday.

9h ago