বেনজেমা-এমবাপের গোলে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন ফ্রান্স

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে এগিয়ে গেল স্পেন। দমে না গিয়ে দুই মিনিটের মধ্যে করিম বেনজেমার লক্ষ্যভেদে সমতায় ফিরল ফ্রান্স। এরপর কিলিয়ান এমবাপে গড়ে দিলেন ব্যবধান। তার জয়সূচক গোলে উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হলো দিদিয়ের দেশামের শিষ্যরা।
রোববার বাংলাদেশ সময় দিবাগত রাতে ইতালির মিলানের সান সিরোতে ঘুরে দাঁড়িয়ে স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। লুইস এনরিকের দল মিকেল ওইয়ারজাবালের গোলে লিড পেলেও তা ধরে রাখতে পারেনি।
বরাবরের মতো বল দখলে প্রাধান্য দেখায় স্প্যানিশরা। তারা ফরাসিদের চেয়ে প্রায় দ্বিগুণ সময় বল পায়ে রাখে। দুই দলই গোলমুখে ১২টি করে শট নেয়। স্পেন লক্ষ্যে রাখে চারটি, ফ্রান্স পাঁচটি।
Comments