ব্রুনো-পগবার নৈপুণ্যে লিডসকে গুঁড়িয়ে শুরু ইউনাইটেডের

ছবি: টুইটার

নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত হলো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাপ্রত্যাশী ম্যানচেস্টার ইউনাইটেডের। ব্রুনো ফার্নান্দেস নিলেন হ্যাটট্রিকের স্বাদ। পল পগবা অ্যাসিস্ট করলেন চারটি। তাদের নৈপুণ্যে লিডস ইউনাইটেডকে গুঁড়িয়ে দিল রেড ডেভিলরা।

শনিবার নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ৫-১ গোলের বড় জয় পেয়েছে ওলে গানার সুলশারের দল। পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনোর পাশাপাশি স্বাগতিকদের হয়ে লক্ষ্যভেদ করেন ম্যাসন গ্রিনউড ও ফ্রেদ। লিডস দ্বিতীয়ার্ধের শুরুতে লুক আইলিংয়ের গোলে সমতায় ফেরার পর তেতে ওঠে ইউনাইটেড। একে একে চারবার তারা বল পাঠায় সফরকারীদের জালে।

মার্সেলো বিয়েলসার শিষ্যরা বল দখলে কিছুটা প্রাধান্য দেখায়। তবে ইউনাইটেডের মুহুর্মুহু আক্রমণের সামনে অসহায় ছিল তারা। ব্রুনো-পগবারা গোলমুখে ১৬টি শট নিয়ে আটটি রাখেন লক্ষ্যে।

৩০তম মিনিটে ইউনাইটেডের এগিয়ে যাওয়ায় দায় আছে লিডস গোলরক্ষক ইলান মেসলিয়ারের। তার দুর্বল কিক সতীর্থের পা ঘুরে পেয়ে যান ফরাসি মিডফিল্ডার পগবা। তিনি বল বাড়ান ব্রুনোর উদ্দেশ্যে। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে নিশানা ভেদ করেন ব্রুনো।

বিরতি থেকে ফেরার তিন মিনিটের মধ্যে লিড হারায় ইউনাইটেড। ২৫ গজ দূর থেকে গোলরক্ষক দাভিদ দে গেয়াকে পরাস্ত করে বুলেট গতিতে বল জালে জড়ান আইলিং। কিন্তু তাদের উল্লাস মিলিয়ে যেতে সময় লাগেনি বেশিক্ষণ।

৫২তম মিনিটে ফের ইউনাইটেডকে এগিয়ে দেন ফরোয়ার্ড গ্রিনউড। পগবার পাসে নিখুঁত শটে মেসলিয়ারকে ফাঁকি দেন তিনি। দুই মিনিটের ব্যবধানে স্কোরলাইন ৩-১ করেন ব্রুনো। ডি-বক্সে তাকে খুঁজে নিয়েছিলেন পগবা। তার বাম পায়ের শট আটকানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন আইলিং। কিন্তু তিনি ফিরিয়ে দেওয়ার আগেই বল গোললাইন অতিক্রম করে গিয়েছিল।

৬০তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ব্রুনো। ভিক্টর লিন্ডেলফের উঁচু করে বাড়ানো পাসে সঙ্গে লেগে থাকা লিডস ডিফেন্ডার লিয়াম কুপারকে এড়িয়ে লক্ষ্যভেদ করেন তিনি। আট মিনিট পর পগবার কাটব্যাক থেকে গোল করে দলের বিশাল জয় নিশ্চিত করেন ফ্রেদ।

৭৫তম মিনিটে পগবাকে উঠিয়ে নামানো হয় অ্যান্থনি মার্শিয়ালকে। সেসময় মাঠে আরও প্রবেশ করেন জ্যাডন সাঞ্চো। ইউনাইটেডের হয়ে অভিষেক ম্যাচে অবশ্য দারুণ কিছু করার প্রয়োজন পড়েনি বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে আসা ইংলিশ ফরোয়ার্ডের।

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

3h ago