ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

ম্যাচের শুরুর দিকে এগিয়ে গেল বাংলাদেশ। এই গোলের পর বাকিটা সময়ে লড়াই হলো হাড্ডাহাড্ডি। ভারতকে সমতায় ফিরতে না দিয়ে শেষ বাঁশি বাজা পর্যন্ত লিড ধরে রাখল লাল-সবুজ জার্সিধারীরা। পূর্ণ পয়েন্ট নিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক পা দিয়ে রাখল কোচ গোলাম রব্বানী ছোটনের দল।
শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আসরে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের পক্ষে জয়সূচক গোলটি আসে শামসুন্নাহার সিনিয়রের কল্যাণে।
এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পাঁচ দলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম হারে ভারত নেমে গেছে পয়েন্ট তালিকার দুইয়ে। সমান ম্যাচে তাদের অর্জন ৬ পয়েন্ট। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে নেপাল। চারে থাকা ভুটানের পয়েন্ট ৩ ম্যাচে ৩। সমান ম্যাচ খেলে তলানিতে থাকা শ্রীলঙ্কা এখনও কোনো পয়েন্ট পায়নি।
ষষ্ঠ মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যায় বাংলাদেশ। ভারতের ডি-বক্সে বাংলাদেশের তহুরা খাতুন হন ফাউলের শিকার। স্পট-কিক থেকে লক্ষ্যভেদ করে সুযোগ হাতছাড়া করেননি শামসুন্নাহার সিনিয়র। তার গোলই পরে গড়ে দেয় ম্যাচের ভাগ্য।
প্রথমার্ধের ৩৭তম মিনিটে আঁখি খাতুনের ফ্রি-কিক ভারতের গোলরক্ষক কর্নারের বিনিময়ে রক্ষা করলে ব্যবধান বাড়েনি বাংলাদেশের। বিরতির পর ম্যাচের ৫৭তম মিনিটে নিলুফা ইয়াসমিনের হেডও খুঁজে পায়নি জাল।
মরিয়া ভারত শেষদিকে বেশ কিছু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। বিশেষ করে, সুমতি কুমারী করেন হতাশ। ৬৩তম মিনিটে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসা বাংলাদেশ গোলরক্ষক রুপনা চাকমার মাথার উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি। এরপর ৭৩তম মিনিটে আবার সুযোগ নষ্ট করেন সুমতি।
আগামী রোববার একই ভেন্যুতে সন্ধ্যা সাতটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। ওই ম্যাচে তাদের লক্ষ্য থাকবে জয় দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করা। শক্তিশালী ভারতকে হারিয়ে পাওয়া আত্মবিশ্বাসে ভর করে দুর্বল প্রতিপক্ষকে হারানো কঠিন হওয়ার কথা নয় তাদের জন্য। তাছাড়া, আগের ৩ ম্যাচে শ্রীলঙ্কা হজম করেছে ১৬ গোল।
শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগেই অবশ্য শিরোপার মঞ্চে জায়গা পেয়ে যেতে পারে বাংলাদেশ। রোববারের প্রথম ম্যাচে বিকাল তিনটায় পরস্পরকে মোকাবিলা করবে নেপাল ও ভারত। মারিয়া মান্ডা-মনিকা চাকমাদের পাশাপাশি এই দুটি দল আছে ফাইনালে ওঠার লড়াইয়ে। তাদের মধ্যকার ম্যাচের ফলের দিকে তাই গভীর আগ্রহে তাকিয়ে থাকবে ছোটনের শিষ্যরা।
ভারতের বিপক্ষে নামার আগে ভুটানের মুখোমুখি হবে নেপাল। কমলাপুরে ম্যাচটি শুরু হবে এদিন সন্ধ্যা সাতটায়।
Comments