মেসিকে পেছনে ফেলে ফিফা দ্য বেস্ট লেভানদভস্কি

গত দুই মৌসুম ধরে অসাধারণ ছন্দে রয়েছেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট লেভানদভস্কি। আর বার্সেলোনায় গত মৌসুমটা দারুণ কেটেছে লিওনেল মেসিরও। তাই কে পাচ্ছেন এবারের ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড এ নিয়ে দ্বিধা ছিল অনেক। শেষ পর্যন্ত মেসিকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বারের মতো এ পুরষ্কার জিতে নিলেন লেভানদভস্কি।

সুইজারল্যান্ডের জুরিখে সোমবার রাতে ফিফার 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস' অনুষ্ঠানে ২০২১ সালের 'দ্য বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার' পুরস্কারটি জিতে নিয়েছেন লেভানদভস্কি। সব জাতীয় দলের কোচ, অধিনায়ক এবং প্রতি দেশের সাংবাদিক ও ফুটবলপ্রেমীদের ভোটে বেছে নেওয়া হয় বর্ষসেরা ফুটবলারকে।

তবে মহামারী করোনাভাইরাসের কারণে এবারও জাঁকজমকপূর্ণ কোনো অনুষ্ঠান হয়নি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা করেন বর্ষসেরা ফুটবলারের নাম।

বুন্ডেসলিগায় গত মৌসুমটা দারুণ কাটিয়েছেন লেভানদভস্কি। মাত্র ২৯ ম্যাচে করেছেন ৪১ গোল করে কিংবদন্তি জার্ড মুলারের ৪০ গোলের রেকর্ড ভেঙে অনন্য উচ্চতায় উঠেছেন এ পোলিশ তারকা। জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন শু।

চ্যাম্পিয়ন্স লিগের হয়ে অবশ্য আশানুরূপ ফলাফল করতে পারেননি লেভা। জাতীয় দলের হয়েও পারফরম্যান্স সে অর্থে ভালো ছিল না। কিন্তু তা বাধা হয়ে দাঁড়ায়নি। বায়ার্নের হয়ে অসাধারণ পারফরম্যান্সই টানা দ্বিতীয় বারের ফিফার বর্ষসেরা পুরষ্কার মিলে তার।

অন্যদিকে, ক্লাবের হয়ে গত মৌসুমে বড় কোনো ট্রফি জিততে পারেননি মেসি। জিতেছেন কেবল কোপা দেল রে। যদিও ঢুকতে থাকা ক্লাবটিকে কক্ষপথে রেখেছিলেন তিনিই। লা লিগার সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। গত মৌসুমে মোট গোল করেছেন ৪৭টি।

তবে জাতীয় দলে ছিলেন বেশ উজ্জ্বল। ঘুচিয়েছেন আন্তর্জাতিক শিরোপার আক্ষেপ। আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকার শিরোপা জয়। ১৯৯৩ সালের পর দেশকে মর্যাদার কোনো শিরোপা এনে দেওয়ার মূল কারিগরই আর্জেন্টাইন অধিনায়ক। কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।

নারীদের ফুটবলে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার হয়ে ট্রেবল জয়ী স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেলাস। পেছনে ফেলেন ক্লাব সতীর্থ ও স্বদেশি জেনিফার এরমোসো এবং চেলসির অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড সামান্তা কারকে।

Comments

The Daily Star  | English

Govt decides to ban activities of AL until completion of ICT trial

Law Adviser Prof Asif Nazrul said this at a press briefing after a special meeting of the advisory council tonight

1h ago