মেসির কারণেই ইউনাইটেড ছাড়ছেন রোনালদো?

ছবি: এএফপি

নিঃসন্দেহে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। জিতেছেন পাঁচটি শিরোপা, করেছেন রেকর্ড সংখ্যক গোল। তার অবশ্য খুব বেশি পিছিয়ে লিওনেল মেসিও। চলতি মৌসুমে রোনালদো চ্যাম্পিয়ন লিগে না খেলতে পারলে তার রেকর্ড ভেঙে দিতে না পারলেও ব্যবধান কমাতে পারেন এ আর্জেন্টাইন। সে সুযোগটা দিতে চাইবেন রোনালদো? রেকর্ড হাতছাড়া করতে না চাইতেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাইছেন বলে মনে করেন সাবেক চেলসি ফরোয়ার্ড টনি কাসারিনো।

চলতি মৌসুমে ইউরোপা লিগে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড। গত মৌসুমে শিরোপা জয়ী দল থেকে ১৩ পয়েন্ট দূরে থেকে আসর শেষ করে তারা। ১২টি ম্যাচ হেরে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করে। যা ক্লাবটির ইতিহাসের প্রিমিয়ার লিগে যৌথভাবে সবচেয়ে বেশি হারের রেকর্ড। এমন বাজে একটি মৌসুম কাটানোর পর নতুন মৌসুমে যখন চলছিল ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, তখন দল ছাড়তে মরিয়ে রোনালদো।

তবে ক্লাবের বাজে মৌসুমেও উজ্জ্বল ছিলেন রোনালদো। ৩৮ ম্যাচে অংশ নিয়ে ক্লাবের হয়ে সর্বোচ্চ ২৪ গোল করেছেন তিনি। ছয়টি ছিল চ্যাম্পিয়ন্স লিগেও। সমর্থকদের মূল অভিযোগ ছিল কোচদের নিয়েই। ওলে গানার শুলসারের পর রালফ রাংনিকের দর্শনও ভালো লাগেনি তাদের। এরিক টেন হাগ যোগ দেওয়ায় আশায় বুক বেঁধেছে ইউনাইটেড সমর্থকরা। কোচও তার পরিকল্পনায় ভালো করেই রেখেছেন রোনালদোকে। কিন্তু অনুশীলন পর্ব শুরুর আগেই শোনেন দুঃসংবাদ। ইউনাইটেডে আর থাকতে চান না এ পর্তুগিজ তারকা।   

চ্যাম্পিয়ন্স লিগে ১৮৭টি ম্যাচ খেলে ১৪১টি গোল করেছেন রোনালদো। অন্যদিকে এ আসরে মেসির গোল সংখ্যা ১২৫টি। ইউনাইটেড থাকলে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন না রোনালদো। যেখানে পিএসজির হয়ে ১৩টি পর্যন্ত ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে মেসির। তাই নতুন কোনো ক্লাব, যারা চ্যাম্পিয়ন্স লিগে দাপটের সঙ্গে খেলবে সেখানে যোগ দিয়ে নিজের রেকর্ডটা সমৃদ্ধ করে রাখতেই চাইবেন রোনালদো। 

কাসারিনোর ধারণা চ্যাম্পিয়ন লিগে করা সর্বোচ্চ গোলের রেকর্ডটি ভেঙে যাওয়ার শঙ্কায় ইউনাইটেড ছাড়তে চান রোনালদো। সম্প্রতি টকস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমি কিছুটা সন্দেহজনক কারণ সে চ্যাম্পিয়ন্স লিগে ১৪১ গোল করেছে। মেসি পেয়েছেন ১২৫টি। সে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল খেলতে চায় কারণ সে সর্বকালের সেরা চ্যাম্পিয়ন্স লিগের গোল স্কোরার হতে চায় এবং রোনালদো এভাবেই তৈরি।'

রোনালদোর চারিত্রিক বৈশিষ্ট্য জেনেই এমন মন্তব্য করেছেন সাবেক এ চেলসি তারকা, 'রোনালদো এমন একজন খেলোয়াড়, সবসময়ই তার মধ্যে একটা অহংকার রয়েছে। সেরা দলের সঙ্গে থাকার কারণেই সে সফল হয়েছে। সে গোল করে, প্রশংসা পায়, সর্বকালের সেরাদের মধ্যে একজন। যতক্ষণ জিতে যাচ্ছেন ততক্ষণ সে সব পেতে পারে এবং এটি ঠিক আছে। যখন জিততে পারেন না তখনই তার সমস্যা।'

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

8h ago