মেসির ব্যবহারে অবাক হয়েছেন হাকিমি

বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তর্ক সাপেক্ষে সময়ের সেরা। সে খেলোয়াড় যে এতোটা বিনয়ী হবেন তা ভাবতেই পারেননি আশরাফ হাকিমি। মেসির এমন ব্যবহারে রীতিমতো অবাক হয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এ ডিফেন্ডার।
পিএসজিতে মেসি যোগ দিয়েছেন দেড় মাসেরও বেশি হয়েছে। তবে এখনও খুব বেশি ম্যাচে মাঠে নামতে পারেননি। তিনটি ম্যাচ খেলেছেন। তার মধ্যে হাকিমির সঙ্গে খেলেছেন দুই ম্যাচে। তবে এরমধ্যেই এ তরুণের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেছে মেসির।
মাঠে এবং মাঠের বাইরে মেসির ব্যবহার মুগ্ধ করেছে হাকিমিকে, 'তার সঙ্গে টেকনিক্যাল সম্পর্ক তৈরি করা সহজ! আমি তাকে বল দিয়েছি, দৌড়েছি এবং সে এটাকে যেখানে যাওয়ার সেখানেই পাঠিয়েছে! আমি খুবই বিস্মিত হয়েছি তার ব্যবহার দেখে, সে অনেক সাধারণ, শান্ত।'
মেসির মতো হাকিমিও এ মৌসুমের শুরুতে পিএসজিতে যোগ দিয়েছেন। আর যোগ দেওয়ার পর একসময় জানলেন তার ক্লাবে আসছেন আর্জেন্টাইন অধিনায়কও। তাতেই যেন স্বপ্ন পূরণ হয় মরক্কোর এ তরুণের, 'মেসির জন্য বার্সা ছাড়া, অন্য সবার মতো, আমিও এটা আশা করিনি এবং যখন আমি শুনেছি তিনি এখানে আসছেন, তখন আমি কি বলতে পারি? আমার জন্য একটি স্বপ্ন!'
রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড ও ইন্টার মিলানের মতো ক্লাবে খেলে আসায় সময়ের প্রায় সব বড় তারকাদের সঙ্গে খেলা হয়ে গেছে হাকিমির। পিএসজিতে এসে এবার মেসির সঙ্গে খেলতে পেরে দারুণ উচ্ছ্বসিত এ তরুণ, 'আমি অনেক অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে খেলেছি এবং মিস করেছিলাম একমাত্র মেসিকেই! এত ভালো ফুটবলারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।'
নিজেকে আরও উন্নত করার জন্য মেসিকে অনুসরণ করবেন বলে জানান হাকিমি, 'অগ্রগতির জন্য, তিনি কীভাবে প্রশিক্ষণ দেন, কীভাবে খেলেন সেদিকে আমি মনোযোগ দেব। এটি দল এবং প্রতিটি খেলোয়াড়কে গড়ে তুলবে। আমরা একই ভাষায় কথা বলি। উপরন্তু, ধীরে ধীরে আমরা একে অপরকে জানতে পারছি।'
Comments