চ্যাম্পিয়ন চেলসিকে নিজ মাঠে পেয়ে হারাল জুভেন্টাস

ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেদরিকো চিয়াসের গোলে এগিয়ে জুভেন্টাস। পাওলো দিবালা, আলভারো মোরাতাকে ছাড়া খেলতে নামায় কিছুটা ধার কম ছিল তাদের আক্রমণে, তবে ওই গোল ধরে রেখেই বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে আর ম্যাচে ফিরতে দেয়নি তারা।
বুধবার রাতে জুভেন্টাসের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের 'এইচ' গ্রুপের ম্যাচে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে ইতিলিয়ান জায়ান্টরা।
প্রিমিয়ার লিগে আগের সপ্তাহে ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে আসা চেলসির দুর্দশা থাকল চ্যাম্পিয়ন্স লিগে এসেও। যদিও জুভেন্টাসের বিপক্ষে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল তারাই। গোলমুখেও শট নিয়েছিল বেশি। তবে কাঙ্খিত গোলের দেখা আর পায়নি।
প্রথম ম্যাচে মালমোকে ৩-০ গোলে হারানো জুভন্টাসকে ঘরের মাঠে শুরুতে চেপে ধরে চেলসি। সপ্তম মিনিটেই এসেছিল বড় সুযোগ। কিন্তু রোমেলো লুকাকোর নেওয়া শট আটকে দেন গোলরক্ষক ভয়চেখ স্টাসনি।
চেলসির ধার সামলে ১৯ মিনিটে সুযোগ আসে জুভেন্টাসের। ডান প্রান্ত দিয়ে তৈরি হওয়া আক্রমণ ধরে বক্সের কাছে চলে গিয়েছিলেন চিয়েসা। দূর থেকে তার নেওয়া শট যায় বার ঘেঁষে।
৩১ মিনিটে আন্দ্রি রাবিওকে উড়িয়ে মেরে হতাশ করেন। প্রথামার্ধের একদম শেষ দিকে থিয়াগো সিলভার চেষ্টা নসাৎ করে দেন জুভ ডিফেন্ডার ডি লিখট।
বিরতির পর পরই আসে গোলের দেখা। বা দিক থেকে ফেদরিকো বেনার্দোস্কির আলতো টাচ ধরে বক্সে ঢুকে বা পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে আনন্দে মাতেন চিয়েসা।
খেলায় ফিরতে মরিয়া চেলসিকে উপহারই দিতে পারত জুভেন্টাস। ৫৩ মিনিটে ম্যানুয়েল লোকাতেল্লির ভুল থেকে অল্পের জন্য রক্ষা পায় স্বাগতিকরা।
এরপর জমাট রক্ষণ আরও জমাট করে দেয় জুভেন্টাস। আক্রমণে উঠলেও চেলসি খুলতে পারেনি গোলমুখ। ৮৩ মিনিটে বলার মতো শেষ সুযোগ আসে তাদের। রস বার্কলির বাস থেকে বক্সের মধ্যে বল পেয়েও উড়িয়ে মেরে হেলায় সুযোগ হারান লুকাকো।
'এইচ' গ্রুপে এখন দুই ম্যাচে দুই জয়ে জুভেন্টাস আছে শীর্ষে। ৩ পয়েন্ট নিয়ে চেলসি দুইয়ে। দিনের আরেক ম্যাচে মালমোকে ৪-০ গোলে উড়িয়ে জেনিত সেন্ট পিটার্সবুর্গও পেয়েছে ৩ পয়েন্ট।
এদিকে 'ই' গ্রুপের ম্যাচে ডায়নামো কিয়েভকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোভস্কি।
Comments