ম্যানইউতে ফিরলেন রোনালদো

দুদিন ধরেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বেশ ফলাও করে প্রচার করছিল ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে দিন শেষে নাটকীয় এক ইউ টার্নে সিটি নয়, তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন সময়ের অন্যতম সেরা এ তারকা। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে রেড ডেভিলরা।

বিজ্ঞপ্তিতে ইংলিশ জায়ান্টরা জানিয়েছে, 'ম্যানচেস্টার ইউনাইটেড এটা নিশ্চিত করতে পেরে উচ্ছ্বসিত যে, ক্রিস্তিয়ানো রোনালদোর ট্রান্সফার নিয়ে জুভেন্টাসের সঙ্গে আলোচনা চূড়ান্ত করা গিয়েছে... ক্লাবের সবাই ক্রিস্তিয়ানোকে ম্যানচেস্টারে অভ্যর্থনা জানাতে উন্মুখ হয়ে রয়েছে।'

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর সংবাদ অনুযায়ী, ৩৬ বছর বয়সী এ তারকাকে ফিরিয়ে আনতে ২০ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে ইউনাইটেডকে। অন্যান্য খাতে আরও ৮ মিলিয়ন ইউরো মিলিয়ে মোট ২৮ মিলিয়ন ইউরো খরচ হচ্ছে তাদের। দুই বছরের চুক্তিতে সাবেক ক্লাবে রোনালদোর বেতন হবে বার্ষিক ১৫ মিলিয়ন ইউরো।

রোনালদো জুভেন্টাস ছাড়তে চাওয়ার পর থেকেই সিটির নামটি সবচেয়ে বেশি আলোচিত হয়। কিন্তু শুক্রবার হুট করে পাল্টে যায় বাজী। শেষ মুহূর্তে এসে বনিবনা না হওয়ায় ট্রান্সফারটি মুখ থুবড়ে পড়ে। মঞ্চে আসে তার সাবেক ক্লাব ইউনাইটেড। এক দিনেই সব চূড়ান্ত করে ফিরিয়ে আনে তাদের সাবেক খেলোয়াড়কে।

এর আগে ২০০৩ সালে প্রথম দফায় স্পোর্টিং লিসবন থেকে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন রোনালদো। তখন ছিলেন অখ্যাত একজন খেলোয়াড়। কিন্তু ইউনাইটেডের জার্সি গায়েই যেন বদলে যান তিনি। গড়েন নতুন ইতিহাস। ২০০৯ পর্যন্ত ছয়টি মৌসুম কাটিয়ে ইউনাইটেডের জার্সিতে ২৯২টি ম্যাচে মাঠে নেমে করেছেন ১১৮টি গোল।

এরপর যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। সেখান থেকে জুভেন্টাস ঘুরে ১২ বছর পর ফের লাল দুর্গে ফিরলেন এ  পর্তুগিজ তারকা। আর তাকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত তার সাবেক ক্লাব।

পাঁচটি ব্যালন ডি'অর জয়ী ক্রিস্তিয়ানো তার ক্যারিয়ারে জিতেছেন ৩০টি শিরোপা। এর মধ্যে পাচবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগই। চারটি ক্লাব বিশ্বকাপ, ইংল্যান্ড, স্পেন ও ইতালির লিগ মিলিয়ে জিতেছেন সাতটি শিরোপা। নিজ দেশ পর্তুগালের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদও পেয়েছেন এ তারকা।

Comments

The Daily Star  | English

US urges India, Pakistan to communicate to 'avoid miscalculation'

Rubio placed telephone calls to the rivals' top diplomats and, for the first known time since the conflict erupted

40m ago