ম্যানচেস্টার ইউনাইটেডের অর্জনে খুশি নন রোনালদো

জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স জেতানোর প্রত্যয় নিয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিতে গিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু নিজে সফল হলেও দলীয় স্বপ্ন পূরণ করতে পারেননি। তিন মৌসুম কাটিয়ে এবার ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। কিন্তু এ ক্লাবটিও এখন পর্যন্ত সে অর্থে সফল হতে পারেনি। সবমিলিয়ে ইউনাইটেডে যা অর্জন করেছেন তাতে মোটেও খুশি নন রোনালদো।

চলতি মৌসুমের শুরুতে ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে জুভেন্টাস থেকে ইউনাইটেডে পারি দেন রোনালদো। ইংলিশ ক্লাবে ফিরে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলেছেন তিনি। তাতে ১৪ বার পেয়েছেন জালের ছোঁয়া। ৩৬ বছর বয়সী এ তারকার জন্য পরিসংখ্যানটা বেশ উন্নত। কিন্তু তা সত্ত্বেও লিগে ইউনাইটেডের অবস্থান ভালো নয়।

১৮ ম্যাচে এখন পর্যন্ত ৩১ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে তিন ম্যাচ কম খেললেও পিছিয়ে আছে ২২ পয়েন্টের ব্যবধানে। দারুণ নাটকীয় কিছু না হলে এবারও শিরোপা ছুঁয়ে দেখা হবে না দলটির।

সবমিলিয়ে ক্লাবের পারফরম্যান্সে সন্তুষ্ট নন রোনালদো। ২০২১ সালের শেষ মুহূর্তে সামাজিক মাধ্যমে পরিবারের সঙ্গে তোলা একটি ছবি আপলোড করে নতুন বছরের শুভেচ্ছা জানান ভক্তদের। পাশাপাশি নিজের অসন্তুষ্টির কথাও তুলে ধরেন তিনি, '২০২১ শেষ হতে চলেছে। যদিও আমি সব প্রতিযোগিতা মিলে ৪৭টি গোল করেছি, তবু এটি মোটেও সহজ কোনো বছর ছিল না।

'দুইটি ভিন্ন ক্লাব, পাঁচজন ভিন্ন কোচ। জাতীয় দলের হয়ে একটি ইউরোর মূল পর্বে খেলেছি, একটি বিশ্বকাপ বাছাইপর্ব ২০২২ সালের জন্য ঝুলে আছে। জুভেন্টাসে আমি ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ জিততে পেরে গর্বিত এবং সিরি আতে সর্বোচ্চ গোলদাতা হয়েও আনন্দিত। পর্তুগালের হয়ে ইউরোর সর্বোচ্চ গোলদাতা হওয়া অবশ্যই এ বছরের সেরা মুহূর্ত ছিল এবং অবশ্যই ওল্ড ট্র্যাফোর্ডে ফেরা নিশ্চিতভাবেই আমার ক্যারিয়ারের আইকনিক মুহূর্তগুলির মধ্যে একটি।

'তবে ইউনাইটেডে আমরা যা অর্জন করছি তাতে মোটেও খুশি নই। আমাদের কেউই খুশি নয়। আমরা জানি যে, আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে, ভালো খেলতে হবে এবং এখন যা খেলছি তার চেয়ে ভালো খেলতে হবে।

'চলুন নতুন বছরটিকে এই মৌসুমের টার্নিং পয়েন্ট করে তুলি! আরও বেশি স্পৃহা ও শক্ত মানসিকতা দিয়ে আলিঙ্গন করি ২০২২ সালকে। আশা করি এটি আমাদের নতুন উচ্চতায় নিয়ে যাবে। তারকাদের কাছে পৌঁছে যাই এবং ক্লাবকে সেই জায়গায় নিয়ে যাই যেখানে এর সত্যিকারের অবস্থান! আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনার সকলের উপর নির্ভর করছি!

'শুভ নববর্ষ এবং খুব শীগগিরই দেখা হবে।'

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

8h ago