ম্যান সিটি ছেড়ে বার্সেলোনায় ফেরান

সবকিছু প্রায় পাকাপাকি ছিল। বাকি আনুষ্ঠানিকতাটুকুও সারা হয়ে গেল। ফেরান তরেসকে চুক্তিবদ্ধ করা নিয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছাল বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীদের ছেড়ে স্বদেশি ক্লাব বার্সায় যোগ দিলেন স্পেনের এই তরুণ ফরোয়ার্ড।
মঙ্গলবার অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে ফেরানকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাতালানরা। পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ক্যাম্প ন্যুর দলটিতে খেলবেন তিনি। তার বাই আউট ক্লজ রাখা হয়েছে এক বিলিয়ন বা ১০০ কোটি ইউরো।
ফেরানের প্রতি শুভকামনা জানিয়ে সিটির ডিরেক্টর অব ফুটবল চিকি বেগিরিস্তাইন নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটকে বলেছেন, 'ম্যানচেস্টার সিটিতে সে যা যা অর্জন করেছে, সেসবের জন্য ফেরান গর্বিত হতে পারে। গত মৌসুমটা ছিল নতুন কোনো দেশে তার প্রথম মৌসুম। কিন্তু সে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছিল। সে সবসময়ই নিজের শতভাগ দিয়েছে, দলের জন্য কঠোর পরিশ্রম করেছে এবং এমন সব গোল করেছে, যেগুলো আমাদের শিরোপা জিততে সহায়তা করেছে।'
ফেরানের জন্য কী পরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে, তা জানায়নি বার্সেলোনা। ধারণা করা হচ্ছে, অঙ্কটা বেশ বড়। কয়েক দিন আগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে বলেছিল, ৫৫ মিলিয়ন বা সাড়ে পাঁচ কোটি ইউরো গুণতে হচ্ছে বার্সাকে। নানাবিধ শর্তের কারণে যোগ হতে পারে আরও ১০ মিলিয়ন বা এক কোটি ইউরো।
আগামী সোমবার নিজেদের স্কোয়াডের নতুন খেলোয়াড় হিসেবে ফেরানকে গণমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দিবে কোচ জাভির অধীনে থাকা বার্সা। তার আগে নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলন সেশনে অংশ নেবেন তিনি।
গত বছর স্পেনের আরেক ক্লাব ভ্যালেন্সিয়া থেকে ম্যান সিটিতে পাড়ি জমিয়েছিলেন ফেরান। অভিষেক মৌসুমেই তিনি জেতেন দুটি শিরোপা, প্রিমিয়ার লিগ ও কারাবাও কাপ। তবে মাত্র দেড় মৌসুম খেলেই তিনি ফিরে যাচ্ছেন নিজ দেশে। সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচ খেলে ১৬ গোল করেন তিনি।
চলতি মৌসুমের শুরুতে অবশ্য সিটিজেনদের হয়ে নিয়মিত খেলার সুযোগ মিলছিল না ফেরানের। এরপরই হানা দেয় চোট। সেকারণে গত অক্টোবর থেকে মাঠের বাইরে আছেন তিনি।
জাতীয় দলের নিয়মিত সদস্য হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ২১ বছর বয়সী ফেরান। স্পেনের জার্সিতে ২২ ম্যাচে ১২ গোল রয়েছে তার নামের পাশে।
Comments