যৌবন বাড়াতে রোনালদোর নতুন টোটকা

চ্যাম্পিয়ন্স লিগে খেলতে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিস্তিয়ানো রোনালদো। তবে এখনও কোনো ক্লাব থেকে সে অর্থে ভালো কোনো প্রস্তাব মিলেনি তার। তবে এসব নিয়ে যেন মোটেও ভাবনা নেই তার। দিব্যি আনন্দে সময় কাটাচ্ছেন। এমনকি যৌবন ধরে রাখতে বিশেষ ইনজেকশনও নিয়েছেন এ তারকা। এমন সংবাদই প্রকাশ করেছে মাদ্রিদের সংবাদমাধ্যম মার্কা।
বয়সটা ৩৭ ছাড়ালেও আকর্ষণীয় শরীরের অধিকারী রোনালদো। শরীরে নেই বয়সের কোনো ছাপ। এরজন্য অবশ্য জিমে প্রচুর সময় দেন তিনি। তবে তার এমন দারুণ ফিটনেসে আরও রহস্য রয়েছে বলেই জানিয়েছে মার্কা। বিশেষ এক ইনজেকশন ব্যবহার করেন, যা সাধারণত পেশাদার পর্নো তারকারা ব্যবহার করে থাকেন।
স্থানীয় পত্রিকা লা রাজনের বরাত দিয়ে মার্কা জানিয়েছে, সম্প্রতি নিজের পুরুষাঙ্গে বোটক্স ইনজেকশন নিয়েছেন রোনালদো। এই ইনজেকশন মূলত পুরুষাঙ্গের পুরুত্ব এক থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি করে। যা স্থায়ী হয় প্রায় দুই বছর। কোনো কাটাছেঁড়া বা সেলাইয়ের প্রয়োজনও হয় না। যদিও এ চিকিত্সা পদ্ধতির শতভাগ কোনো নিশ্চয়তা দেন না চিকিৎসকরা।
পেশীকে সুস্থসবল রাখতে ও অপেক্ষাকৃত তরুণ দেখাতে বোটক্স ইনজেকশন গ্রহণ করা অবশ্য নতুন কিছু নয় রোনালদোর জন্য। এর আগেও মুখে বেশ কয়েকবারই এ ইনজেকশন নিয়েছেন। এছাড়া শরীরে করিয়েছেন একাধিক সার্জারি ও টাচ-আপ।
Comments