রাফিনহার গোলে রিয়ালকে হারাল বার্সেলোনা

প্রাক-মৌসুমের নিছকই একটা প্রীতি ম্যাচ। কিন্তু ম্যাচটা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে, তখন সে লড়াইও হয়ে যায় মহারণ। মৌসুম শুরুর আগেই এল ক্লাসিকোর আসল ঝাঁজ। তাতে অবশ্য জয় মিলেছে বার্সেলোনার। চলতি মৌসুমেও দলে টানা রাফিনহার গোলে জয় পেয়েছে কাতালান ক্লাবটি।

লাস ভেগাসের এলিগেইন্ট স্টেডিয়ামে রোববার রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধেই জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা।

কদিন আগে ইন্টার মিয়ামির বিপক্ষে জোড়া অ্যাসিস্টের সঙ্গে একটি গোল করে দলকে উড়ন্ত জয় এনে দিয়েছিলেন রাফিনহা। ম্যাচ শেষে সেদিন রিয়াল মাদ্রিদের বিপক্ষে নিজেদের দলকে এগিয়ে রেখেছিলেন রাফিনহা। এমনকি এ ম্যাচে গোল করার ইচ্ছার কোথাও জানিয়েছিলেন তিনি। এমন মন্তব্যে রিয়াল সমর্থকদের রোষানলে পড়েছিলেন এ ব্রাজিলিয়ান।

তবে কোনো কিছুই যে তিনি ভুল বলেননি তা মাঠেই প্রমাণ করে দিলেন রাফিনহা। বার্সেলোনার ক্লাসিকো জয়ের নায়কও এ ব্রাজিলিয়ান। ম্যাচের ২৭তম মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন তিনি। গোলে অবশ্য দায় রয়েছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাওর। তার ভুল বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে লক্ষ্যভেদ করেন রাফিনহা।

গোল করার সুযোগ অবশ্য রিয়ালেরও ছিল। ১৮তম মিনিটে সহজ সুযোগ পেয়েছিলেন ফেদ ভালভার্দে। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি। দুই মিনিট পর সুযোগ ছিল কামাভিঙ্গারও। তিনিও ব্যর্থ। প্রথমার্ধের বাকি সময়টা অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ করেছে বার্সেলোনাই।

এদিন বার্সেলোনার হয়ে প্রথম মাঠে নেমেছেন রবার্ট লেভানদোভস্কি। ১২ নম্বর জার্সি পরে খেলেছেন তিনি। অবশ্য প্রথম ম্যাচে গোলশূন্যভাবেই থাকতে হয় তাকে। দ্বিতীয়ার্ধে তার বদলি হিসেবে মাঠে নামেন পিয়েরে-এমরিক অবামেয়াং। নামার দুই মিনিট পরও হেডে সহজ একটি সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি। রিয়াল সেরা সুযোগটা পায় ৫৯তম মিনিটে। ভাসকেজের ফাঁকায় বাড়ানো বলে বাইরে মারেন আসেনসিও।

গত মৌসুমে রিয়ালকে প্রায় একাই টেনেছিলেন করিম বেনজেমা। তাকে ছাড়া নামা প্রতি ম্যাচেই ভুগেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এবারও সে চিত্রের বদল হয়নি। এদিন এ ফরাসি তারকাকে ছাড়া মাঠে নামে রিয়াল। আর তাকে ছাড়া হার নিয়েই মাঠ ছাড়তে হয় দলটিকে।

আর প্রীতি ম্যাচ হলেও এদিন দুই দলের মধ্যে হাতাহাতির ঘটনাও হয়েছে। ভিনিসিয়ুস জুনিয়রকে জর্দি আলবার স্লাইড ট্যাকল করাকে কেন্দ্র করে রোনালদ আরাহো, আন্তোনিও রুডিগার, লুকাস ভাসকেজ, রদ্রিগো ও সের্জিও বুসকেতসরা হাতাহাতিতে লিপ্ত হন। তাতে প্রীতি ম্যাচেও উত্তেজনা ছিল ঠাসা।

তবে দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ নতুন একাদশ মাঠে নামান বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। পুরো একাদশই বদল করে ফেলেন তিনি। রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও পরিবর্তন করেন ছয় খেলোয়াড়ের। তবে ৭০তম মিনিটে আরও তিন খেলোয়াড় পরিবর্তন করেন তিনি। কিন্তু ম্যাচের ভাগ্য আর বদল হয়নি।

Comments

The Daily Star  | English

Drafting new constitution can take a long time: Asif Nazrul

He proposes that the next parliament act as the constitutional authority and amend the 1972 Constitution until a new one is enacted

18m ago