রোনালদোর প্রশ্ন, 'আমাকেই কেন উঠিয়ে নিলেন?'

ছবি: টুইটার

ম্যাচের তখন ৭১তম মিনিটের খেলা চলছে। ব্রেন্টফোর্ডের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে ২-০ ব্যবধানে। জয়ের সুবাস মিলতে থাকায় দলটির কোচ রালফ রাংনিক রক্ষণভাগে জোর বাড়াতে চাইলেন। চোট কাটিয়ে একাদশে ফেরা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোকে উঠিয়ে নিলেন তিনি, নামালেন ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারকে। কিন্তু কোচের সিদ্ধান্ত পছন্দ হলো না পর্তুগিজ তারকা রোনালদোর। খেপে গিয়ে মাঠ ছাড়ার সময় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতের ঘটনা। নিতম্বের চোট থাকায় আগের দুই ম্যাচে খেলতে না পারা রোনালদো ফেরেন ইউনাইটেডের একাদশে। তবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে জালের ঠিকানা খুঁজে পাননি তিনি। জয়জয়কার ছিল রেড ডেভিলদের তরুণ ফুটবলারদের। রোনালদোকে মাঠ থেকে তুলে নেওয়ার আগে লক্ষ্যভেদ করেন অ্যান্থনি এলাঙ্গা ও ম্যাসন গ্রিনউড। পরে ব্যবধান বাড়ান মার্কাস র‍্যাশফোর্ড। শেষদিকে স্বাগতিকদের পক্ষে সান্ত্বনাসূচক গোল করেন ইভান টনি। তাতে ৩-১ স্কোরলাইনে দুই ম্যাচ পর লিগে জয়ে ফিরেছে ইউনাইটেড।

গত ৩ জানুয়ারির পর প্রথমবারের মতো মাঠে নামা রোনালদো খুশি হতে পারেননি রাংনিকের সিদ্ধান্তে। রেগে গিয়ে মাঠ ছাড়ার সময় তাকে বলতে শোনা যায়, 'আমাকেই কেন? আমাকেই কেন?... আমাকেই কেন উঠিয়ে নিলেন?' সেখানেই শেষ নয়। এরপর তাকে পরতে দেওয়া জ্যাকেট মাটিতে ছুঁড়ে ফেলেন রোনালদো। আর সাইড বেঞ্চে থাকা সতীর্থদের মতো সিটে না বসে সিঁড়িতে বসে পড়েন তিনি। সেসময়ও তাকে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

রোনালদোকে শান্ত করতে অগত্যা উদ্যোগী হতে হয় রাংনিককে। শিষ্যের পাশে বসে তাকে বুঝিয়ে-শুনিয়ে ঠাণ্ডা করতে দেখা যায় ইউনাইটেডের কোচকে। ম্যাচের পর ব্রিটিশ গণমাধ্যম বিটি স্পোর্টের কাছে তিনি বলেন, রোনালদোর প্রতিক্রিয়া অস্বাভাবিক লাগেনি তার কাছে, 'এটা খুবই স্বাভাবিক ব্যাপার। একজন স্ট্রাইকার গোল করতে চায়। কিন্তু সে ছোট একটি চোট থেকে ফিরে এসেছে। আর এটা মনে রাখা দরকার যে সামনে (আন্তর্জাতিক বিরতির আগে) আমাদের আরেকটি ম্যাচ রয়েছে।'

দলীয় স্বার্থেই রোনালদোকে আগেভাগে তুলে নেওয়া হয়েছে বলে জানান রাংনিক, 'আমি তার একমাত্র যে প্রতিক্রিয়াটা লক্ষ্য করেছিলাম, সেটা হলো, "আমাকেই কেন?" আর আমি তাকে বলেছি, দলের ভালোর জন্য আমাকে সিদ্ধান্তটি নিতে হয়েছে। তাকে বদলি করার পর আমি আশা করিনি যে সে আমাকে জড়িয়ে ধরবে। গোল করতে পারা খেলোয়াড়রা কেমন তা আমি জানি। আমার ও ক্রিস্তিয়ানোর মধ্যে কোনোরকম ইস্যু নেই।'

উল্লেখ্য, প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে ম্যান ইউনাইটেড। ২১ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে তাদের অর্জন ৩৫ পয়েন্ট। শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত গতিতে ছুটে চলেছে তাদের শহর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা পেপ গার্দিওলার শিষ্যদের পয়েন্ট ২২ ম্যাচে ৫৬।

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago