ফুটবল

রোনালদোর সমালোচকদের পাল্টা জবাব দিলেন সুলশার

যারা রোনালদোর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন, তাদেরকে আতালান্তার বিপক্ষে ম্যাচে তার পারফরম্যান্স দেখতে বলেছেন সুলশার।
ছবি: টুইটার

গোল না পেলে ক্রিস্তিয়ানো রোনালদোর উপস্থিতি মাঠে সেভাবে লক্ষ্য করা যায় না- সাম্প্রতিক সময়ে সমালোচকরা এমন অভিযোগ তুলে থাকেন তার বিরুদ্ধে। তাদের কথা কানে তুলছেন না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার সুলশার। উল্টো নিন্দুকদের পাল্টা জবাব দিয়েছেন তিনি। যারা রোনালদোর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন, তাদেরকে আতালান্তার বিপক্ষে ম্যাচে তার পারফরম্যান্স দেখতে বলেছেন সুলশার।

বুধবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের 'এফ' গ্রুপে রোমাঞ্চকর লড়াইয়ে আতালান্তাকে ৩-২ গোলে হারিয়েছে ইউনাইটেড। ম্যাচ শুরুর আধা ঘণ্টার মধ্যে দুই গোলে পিছিয়ে পড়া স্বাগতিকরা লিখেছে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প। বিরতির পর ম্যাচের ৫৩তম মিনিটে মার্কাস র‌্যাশফোর্ড ব্যবধান কমানোর পর ৭৫তম মিনিটে সমতা টানেন হ্যারি ম্যাগুইয়ার। এরপর ৮১তম মিনিটে বাঁ প্রান্ত থেকে লুক শয়ের ক্রসে অনেকটা লাফিয়ে উঠে দারুণ হেডে নিশানা ভেদ করে ইউনাইটেডকে জেতান রোনালদো।

সমালোচকদের একহাত নিয়ে ম্যাচ শেষে ব্রিটিশ গণমাধ্যম বিটি স্পোর্টসের কাছে সুলশার বলেন, 'গোলমুখে ক্রিস্তিয়ানো অসাধারণ। যদি কেউ তাকে তার প্রচেষ্টা ও কাজের মাত্রার জন্য সমালোচনা করতে চায় তাহলে তাদেরকে বলব এই ম্যাচটা দেখতে। সে চারিদিকে কীভাবে দৌড়ায় একবার দেখুন।'

আতালান্তার বিপক্ষে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদোর পারফরম্যান্স বিশ্লেষণ করে ইউনাইটেড কোচের বক্তব্য, 'রোনালদো যেভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেটা দেখে আমি খুবই খুশি হয়েছি। সে চ্যানেলগুলোতে দৌড়েছে, নিচে নেমেছে, প্রেস করেছে, (মাঠে উপস্থিত) ভক্তদের আরও বেশি সমর্থন চেয়েছে।'

প্রিয় শিষ্যের গোল করার অবিশ্বাস্য দক্ষতারও প্রশংসায় মাতেন সুলশার, 'শেষদিকে সে নিজেদের ছয় গজের বক্সের মধ্যে থেকেছে। তাকে দ্রুতগতিতে দৌড়াতে দেখা গেছে। একজন সেন্টার ফরোয়ার্ডের যা যা করা উচিত সবই সে করেছে। আর যেভাবে গোলটা সে করেছে সেটা অধিকাংশের চেয়ে সে ভালো করে থাকে।'

ইয়াং বয়েজের কাছে হেরে আসর শুরুর পর টানা দ্বিতীয় জয়ে 'এফ' গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে সুলশারের শিষ্যরা। তিন ম্যাচে তাদের অর্জন ৬ পয়েন্ট। সমান ৪ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে আতালান্তা দুইয়ে ও ভিয়ারিয়াল তিনে রয়েছে। তলানিতে থাকা ইয়াং বয়েজের পয়েন্ট ৩।

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

2h ago