রোনালদো আসায় ম্যানইউ ছাড়বেন না পগবা!

রাফায়েল ভারানে, জাডন সাঞ্চোর পর ক্রিস্তিয়ানো রোনালদো। চলতি মৌসুমে অবিশ্বাস্য সব সাইনিং করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে দলটির শক্তি বেড়েছে বহুগুণ। এমনকি সময়ের সবচেয়ে শক্তিশালী দল বললেও ভুল হবে না। এতসব তারকা খেলোয়াড়দের আনার বছরের আরও একটি সুসংবাদ পেতে যাচ্ছে দলটি। ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছেন ফরাসি তারকা পল পগবা। এমন সংবাদই প্রকাশ করেছে স্কাই স্পোর্টস।

অথচ কদিন আগেও চুক্তি নবায়নের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন পগবা। ম্যানচেস্টার ছেড়ে মাদ্রিদে যাওয়ার ইচ্ছা তার শুরু থেকেই। কিন্তু তার রিলিজ ক্লজের অর্থটা একটু বেশি থাকায় পেরে ওঠেননি। অপেক্ষা করছিলেন ফ্রি এজেন্ট হয়েই রিয়াল মাদ্রিদে যোগ দিবেন। তবে আশার কথা রোনালদো দলে আসার পর বদলে গেছে তার চিন্তা-ভাবনা। অন্তত জানুয়ারির দল বদলে তার দল ছাড়ার কোনো ইচ্ছাই নেই বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

নিজের ক্লাব ক্যারিয়ারের সেরা সময়ও কাটাচ্ছেন পগবা। ২০১৬ সালে দ্বিতীয় দফা ইউনাইটেডে যোগ দেওয়ার পর সে অর্থে ক্লাবে মানিয়ে নিতে পারেননি। ইনজুরির কারণে ম্যাচও মিস করেছেন অনেক। কিন্তু চলতি মৌসুমে যেন উড়ন্ত ছন্দে আছেন তিনি। এরমধ্যে চার ম্যাচ খেলে সাতটি অ্যাসিস্ট করেছেন এ তারকা। সবমিলিয়ে ইউনাইটেডের ভবিষ্যৎ ভালো ভেবেই চুক্তি নবায়ন করার ইচ্ছা বেড়েছে পগবার।

মূলত কোচ ওলে গানার সুলশারের অধীনেই ভালো খেলা শুরু করেছেন পগবা। তবে দুর্ভাগ্য তার এ সময়ের বেশির ভাগই ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে। চলতি মৌসুমে তার ফিটনেস আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে। বারবার ইনজুরিতে পড়ায় গত মৌসুমে ফিটনেস ঠিক করার জন্য অনেক কাজও করেছেন তিনি। সবমিলিয়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে মাঠে।

কোচও পগবার খেলায় দারুণ মুগ্ধ, 'সে (পগবা) অসাধারণ খেলছে। সে তার নিজের ব্যক্তিত্ব নিয়েই এগিয়ে এসেছে। এ গ্রীষ্মে সে অনেক পরিশ্রম করেছে। সে উপভোগ করছে। আমরা দেখছি সে দলে অবদান রাখতে চায়। অবশ্য আপনারা তাকে ড্রেসিং রুমে কিংবা অনুশীলনে দেখেন না, কিন্তু সত্যিই সে দৃঢ়প্রতিজ্ঞ এবং সে তার জেতার মনোভাব দেখাচ্ছে। আমি তার এসব দেখে খুবই মুগ্ধ।'

Comments

The Daily Star  | English

Doubts growing about interim govt’s capability to govern: Tarique

"If we observe recent developments, doubts are gradually growing among various sections of people and professionals for various reasons about the interim government's ability to carry out its duties."

1h ago