সর্বকালের সেরা নয়, সেরাদের একজন হলেই যথেষ্ট মেসির
বয়স ৩৪ পেরিয়েছে। এখনও আরও কিছু বছর সর্বোচ্চ পর্যায়ে খেলার ক্ষমতা রাখেন লিওনেল মেসি। তবে এরমধ্যেই নিজেকে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন নিজেকে। অনেকেই তাকে সর্বোকালের সেরা হিসেবেই বিবেচিত করেন। কিন্তু মেসির প্রত্যাশা এতো উঁচুতে নয়। নিজেকে সেরাদের একজন হিসেবে দেখতে পেলেই সন্তুষ্ট থাকবেন এ আর্জেন্টাইন তারকা। আর ইতোমধ্যেই সে তালিকায় চলেও এসেছেন তিনি।
তবে বর্ষ সেরা হওয়ার তালিকায় মেসির ধারে কাছে নেই কেউ। রেকর্ড সাতটি ব্যলন ডি'অর জিতে নিয়েছেন তিনি। তার কাছাকাছি আছেন কেবল ক্রিস্তিয়ানো রোনালদো। তার চেয়েও দুটি ব্যলন ডি'অর বেশি মেসির। তার উপর রোনালদোর বয়সটাও থেমে নেই। ক্যারিয়ারের প্রায় শেষ দিকে চলে এসেছেন। অনেকেই এ দুই তারকার দ্বৈরথের সমাপ্তি দেখছেন এখানেই। যদিও এ তারকারা যে কোনো কিছু যে কোনো সময়ই করে ফেলতে পারেন।
সম্প্রতি ফ্রান্স ফুটবলকে এক সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেখানেই নিজের লক্ষ্যের কথা জানান এ পিএসজি তারকা, 'আমি শুধু সর্বোচ্চ যতটুকু ভালো হওয়া যায় তার চেষ্টাই করেছি। আমি কখনোই বলিনি যে আমি ইতিহাসের সেরা এবং আমি এটি নিয়ে চিন্তাও করি না। সেরাদের একজন হিসাবে বিবেচিত হওয়াই আমার জন্য যথেষ্ট এবং এমন কিছু যা আমি কল্পনাও করিনি।'
রোনালদোর সঙ্গে তার প্রতিযোগিতা নিয়েও কথা বলেছেন এ আর্জেন্টাইন, 'আমি সবসময় নিজেকে আরও ভালো করতে চেয়েছি, অন্যরা কী করছে তার দিকে তাকাইনি। ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ছিল কারণ আমরা একই লিগে বেশ কয়েক বছর ধরে খেলেছি। এটা দারুণ ছিল এবং আমাদের ক্যারিয়ার বেড়ে উঠতে সাহায্য করেছিল। কিন্তু কখনোই আমরা একে অপরের দিকে সরাসরি তাকাইনি।'
চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। নতুন ক্লাবে এখনও নিজের চেনা ছন্দে ফিরতে পারেননি তিনি। তবে এরমধ্যেই জিতেছেন সপ্তম ব্যালন ডি'অর। গত মৌসুমে জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা জয় এবং বার্সেলোনাকে প্রায় একাই টেনে লক্ষ্যে রাখার পুরষ্কার জিতেন এ তারকা।
Comments