সামাজিকমাধ্যমে রোনালদোর অনন্য কীর্তি

মাঠে একের পর এক রেকর্ড গড়া এক প্রকার নেশা হয়ে গেছে ক্রিস্তিয়ানো রোনালদোর। তবে মাঠের বাইরেও কম যান না তিনি। সামাজিকমাধ্যমে গড়েছেন অনন্য এক রেকর্ড। ইনস্টাগ্রামে এখন তার ফলোয়ার সংখ্যা ৪০০ মিলিয়ন। ইতিহাসে এমনটা নেই আর কেউর। প্রথম ব্যক্তি হিসেবে এ নজির গড়লেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।

গত সেপ্টেম্বরেও রোনালদোর ফলোয়ার সংখ্যা ছিল ২৩৭ মিলিয়ন। মাত্র চার মাসেই এ সংখ্যা বিপুল অঙ্কেই। তবে গত মাসেই এ সংখ্যাটা বেড়েছে সবচেয়ে বেশি। অন্যদিকে মাত্র ৫০০ জনকে ফলো করেছেন রোনালদো। তার মোট পোস্ট সংখ্যা ৩২৪২। প্রতি পোস্টে গড়ে লাইক পেয়েছেন ১০ মিলিয়নেরও বেশি।

দুদিন আগেই নিজের ৩৭তম জন্মদিন পালন করেছেন রোনালদো। নিজের বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে কেক নিয়ে ছবিও আপলোড করেছেন তিনি। বান্ধবীর কাছ থেকে বিলাসবহুল গাড়ি ক্যাডিলাক এসকালাদে উপহার পেয়েছেন এ পর্তুগিজ তারকা। যার মূল্য প্রায় দেড় লাখ পাউন্ড। দারুণ সময় যাচ্ছে তার।

ইনস্টাগ্রামে রোনালদোর পর দ্বিতীয় জনপ্রিয় তারকা মার্কিন যুক্তরাষ্ট্রের মডেল কাইলি জেনার। তার ফলোয়ার সংখ্যা ৩০৮ মিলিয়ন। এরপরই আছেন রোনালদোর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। ২০৬ মিলিয়ন ভক্ত ফলো করে এ আর্জেন্টাইনকে।

মাঠের বাইরে সময়টা ভালো গেলেও মাঠে সে অর্থে ভালো যাচ্ছে না রোনালদোর। জন্মদিনের আগের সন্ধ্যায় এফএ কাপ থেকে বিদায় নিয়েছে তার দল ম্যানচেস্টার ইউনাইটেড। সে ম্যাচে আবার পেনাল্টি মিস করেছেন তিনি। ফলে ফলে হারের দায়ও এড়াতে পারছেন না এ তারকা।

Comments

The Daily Star  | English

Heatwave likely to ease; rain expected across Bangladesh tomorrow

A severe heatwave is sweeping over Rajshahi, Pabna, Sirajganj, Rajbari, Khulna, Chuadanga, Meherpur, and Jashore

35m ago