সালাহর হ্যাটট্রিকে ইউনাইটেডকে বিধ্বস্ত করল লিভারপুল

ছবি: টুইটার

দুই পরাশক্তির ম্যাচে ভক্ত-সমর্থকদের প্রত্যাশা ছিল জমজমাট লড়াইয়ের। কিন্তু ফুটবলপ্রেমীদের অবাক করে দিয়ে ম্যাচ হলো একদম একপেশে। প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যাওয়া লিভারপুল পেল বিশাল জয়। মোহামেদ সালাহর দুর্দান্ত হ্যাটট্রিকে ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদের মাঠেই বিধ্বস্ত করল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ওল্ড ট্র্যাফোর্ডে কোচ ওলে গানার সুলশারের ইউনাইটেডের বিপক্ষে ৫-০ ব্যবধানে জিতেছে লিভারপুল। শুরুর ১৩ মিনিটের মধ্যে নাবি কেইটা ও দিয়োগো জোতা গোল করে দলকে চালকের আসনে বসান। ম্যাচের বয়স ৫০ মিনিটে না গড়াতেই আরও তিনবার লক্ষ্যভেদ করেন মিশরের তারকা ফরোয়ার্ড সালাহ।

১৯২৫ সালের পর ইউনাইটেডের বিপক্ষে এটাই লিভারপুলের সবচেয়ে বড় জয়। তাদের কোচ হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে জার্মান ট্যাকটিশিয়ান ক্লপ পেলেন ২০০তম জয়ের স্বাদ।

অন্যদিকে, লিগে এই নিয়ে টানা চার ম্যাচে জয়হীন রইল রেড ডেভিলরা। এর মধ্যে তারা হেরেছে তিনটিতে। লিভারপুলের বিপক্ষে পুরো ১১ জন নিয়েও তারা ম্যাচ শেষ করতে পারেনি। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফরাসি মিডফিল্ডার পল পগবা।

গোটা ম্যাচে বল দখলে আধিপত্য করে সফরকারী অলরেডরা। আক্রমণেও তাদেরই প্রাধান্য ছিল। প্রতিপক্ষের গোলমুখে ১৯টি শট নিয়ে তারা লক্ষ্যে রাখে আটটি। বিপরীতে, ক্রিস্তিয়ানো রোনালদো-ব্রুনো ফার্নান্দেসদের ১২টি শটের মধ্যে চারটি ছিল লক্ষ্যে।

হ্যাটট্রিক করায় চলতি আসরে সালাহর গোল বেড়ে হলো দশটি। ম্যাচের ৩৮তম মিনিটে প্রথমবার নিশানা ভেদ করার পর প্রথমার্ধের যোগ করা সময়ে ফের ইউনাইটেডের গোলরক্ষক দাভিদ দে হেয়াকে পরাস্ত করেন তিনি। বিরতির পর খেলা শুরুর পঞ্চম মিনিটে পেয়ে যান নিজের তৃতীয় গোল। গোলদাতাদের তালিকায় সালাহ আছেন সবার উপরে। পাশাপাশি সতীর্থদের পাঁচটি গোলেও অবদান রয়েছে তার। 

এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। নয় ম্যাচে তাদের পয়েন্ট ২১। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। আসরের শিরোপাধারী ম্যানচেস্টার সিটি ২০ পয়েন্ট নিয়ে আছে তিনে। ১৪ পয়েন্ট নিয়ে তাদের শহর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের অবস্থান সাত নম্বরে।

Comments

The Daily Star  | English

Beyond development paradox & unnayan without democracy

As Bangladesh seeks to recalibrate its path in the aftermath of recent upheavals, the time is ripe to revisit an oft-invoked but under-examined agenda: institutional reform. Institutions are crucial to understand, as they are foundational for governance, transformation, and economic development.

16h ago