সেই হ্যাটট্রিকে সাড়ে ৮ লাখ পাউন্ড বোনাস রোনালদোর!
প্রতিপক্ষ পয়েন্ট তালিকার তলানির দল নরউইচ সিটি। সেই দলের বিপক্ষেও তিন পয়েন্ট পেতে ঘাম ছুটে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের। শেষ পর্যন্ত স্বস্তির জয় পেয়েছে দলটি। তবে তার সব কৃতিত্বই যায় ক্রিস্তিয়ানো রোনালদোর। তিনটি গোলই যে এসেছে তার কাছ থেকে। এমন অসাধারণ হ্যাটট্রিকের জন্য সাড়ে ৮ লাখ পাউন্ড পুরস্কার পাচ্ছেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা! এমন সংবাদ বেশ ঘটা করেই প্রকাশ করেছে ইংলিশ সংবাদমাধ্যমগুলো।
শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই ম্যাচ পর (১টি হার ও ১টি ড্র) জয় পেল দলটি। এদিন শুরুতে দুই গোলে এগিয়ে গেলেও সে লিড ধরে রাখতে ব্যর্থ হয় দলটি। দুই গোল শোধ করে সমতায় ফেরে সফরকারীরা। তবে শেষ দিকে রোনালদো দৃষ্টিনন্দন ফ্রিকিকে মূল্যবান তিনটি পয়েন্ট নিশ্চিত করে রেড ডেভিলরা।
সংবাদ অনুযায়ী, ইউনাইটেডের চুক্তির একটি ধারায় উল্লেখ রয়েছে চলতি মৌসুমে যদি ২০টি গোল করতে পারেন তাহলে সাড়ে ৭ লাখ পাউন্ড বোনাস পাবেন রোনালদো। সংখ্যাটি যদি ৩০ গোলে স্পর্শ করে তাহলে সেই বোনাসের পরিমাণ সাড়ে ২৭ লাখ পাউন্ড। গতদিন ২০ গোলের কোটা ছাড়িয়ে যাওয়ায় এরমধ্যেই সাড়ে ৭ লাখ পাউন্ড পকেটে পুরেছেন এ পর্তুগিজ তারকা।
৩০ গোলের কটা স্পর্শ করতে পারলে অঙ্কটা অনেক বড়ই হচ্ছে। তবে ২০ গোলের পর প্রতিটি গোলের জন্যই পাচ্ছেন এক লাখ পাউন্ড করে বোনাস। সেক্ষেত্রে গতকালের হ্যাটট্রিকেই পাচ্ছেন সাড়ে ৮ লাখ পাউন্ড। নরউইচের বিপক্ষে মাঠে নামার আগে এ মৌসুমে ১৮টি গোল ছিল রোনালদোর। গতদিনের হ্যাটট্রিকে তার গোল সংখ্যা হয় ২১টি। এর ফলে ২০ গোলের বোনাস সাড়ে ৭ লাখ পাউন্ড, এবং সঙ্গে ২১তম গোলের জন্য পাচ্ছেন আরো এক লাখ পাউন্ড।
অর্থের অঙ্কটা বড় হতে পারে আরও। মৌসুম শেষে আরো ১০ লাখ পাউন্ড পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল রোনালদোর। কারণ ইউনাইটেডের হয়ে মৌসুমের সর্বোচ্চ গোলদাতার জন্য রয়েছে ১০ লাখ পাউন্ড পুরস্কার। নাটকীয় কিছু না ঘটলে দলের পক্ষে সর্বোচ্চ গোলদাতা হতে যাচ্ছেন এ পর্তুগিজ তারকাই। কারণ রোনালদোর পরেই আছেন স্বদেশী ব্রুনো ফার্নান্ডেজ, এবং তার গোলসংখ্যা ৯টি। পিছিয়ে আছেন ১২ গোলের ব্যবধানে।
চলতি মৌসুমে বেশ তারকাখচিত দল গড়েও ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ সংগ্রাম করছে ইউনাইটেড। নরউইচের বিপক্ষে মাঠে নামার আগে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ছিল ৭ নম্বরে। আগের দিন টটেনহ্যাম হটস্পার ও আর্সেনাল হেরে যাওয়ায় সেরা চারের থেকে আসর শেষ করার সুযোগ বাড়ে দলটির। নরউইচের বিপক্ষে জয়েই আর্সেনাল ও ওয়েস্টহ্যামকে পেছনে ফেলে সেরা পাঁচে উঠে এসেছে তারা।
Comments