ফুটবল

স্কালোনিকে ছাড়াই চিলির মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা

করোনাভাইরাস পরীক্ষায় এখনও নেগেটিভ ফল না আসায় দলটির সঙ্গে ভ্রমণ করতে পারবেন না কোচ লিওনেল স্কালোনি।

চিলির মুখোমুখি হয়ে নতুন বছর শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে নামার আগে দুসংবাদ পেল তারা। করোনাভাইরাস পরীক্ষায় এখনও নেগেটিভ ফল না আসায় দলটির সঙ্গে ভ্রমণ করতে পারবেন না কোচ লিওনেল স্কালোনি। অর্থাৎ ডাগআউটে তাকে ছাড়াই প্রতিবেশীদের মোকাবিলা করতে হবে আলবিসেলেস্তেদের।

ইতোমধ্যে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তারা রয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার দুইয়ে। এক ম্যাচ বেশি খেলা চিলি ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। বিশ্বকাপের টিকেট পাওয়ার সম্ভাবনা এখনও টিকে আছেন তাদের। আগামীকাল শুক্রবার নিজেদের মাটিতে তারা লড়বে আর্জেন্টিনার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টা ১৫ মিনিটে।

স্কালোনির পাশাপাশি চিলিতে যেতে পারছেন না আর্জেন্টিনার সহকারী কোচ পাবলো আইমার। কারণ আইমার ছিলেন স্কালোনির সংস্পর্শে। ফলে কোচিং স্টাফদের মধ্যে কেবল ওয়াল্টার স্যামুয়েল, রবার্তো আয়ালা ও দিয়েগো প্লাসেন্তে উপস্থিত থাকবেন ম্যাচ চলাকালে।

চিলির বিপক্ষে ম্যাচের আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ স্কালোনি নিশ্চিত করেছেন না থাকার কথা, 'আমি ও আইমার দুজনেই সফররত দলের অংশ হতে পারব না। সে তার বাড়িতে গত কয়েক দিন ধরে আইসোলেশনে আছে। আমি আমার আইসোলেশনের মেয়াদ সম্পন্ন করেছি কয়েক দিন আগে। কিন্তু এখনও আমার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসছে। চিলিতে ঢুকতে হলে নেগেটিভ ফল প্রয়োজন।'

আর্জেন্টিনার দুই ফুটবলারও চিলির বিপক্ষে খেলতে পারছেন না। ইংলিশ ক্লাব ব্রাইটনের আলেক্সিস ম্যাক আলিস্তার আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। তার সংস্পর্শে আসায় অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েনদিয়াও রয়েছেন আইসোলেশনে।

বাছাইয়ের পরের ম্যাচে আগামী ২ ফেব্রুয়ারি নিজেদের মাটিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। এই দুই ম্যাচের জন্য দলে ডাকা হয়নি তারকা ফরোয়ার্ড ও অধিনায়ক লিওনেল মেসিকে। করোনাভাইরাস থেকে সেরে উঠতে ধারণার চেয়ে বেশি সময় লেগেছে তার। প্রায় এক মাস পর গত রবিবার রাতে মাঠে ফেরেন মেসি। ফরাসি লিগ ওয়ানে রাঁসের বিপক্ষে পিএসজির ৪-০ গোলের জয়ে শেষ আধা ঘণ্টা খেলেন তিনি।

Comments

The Daily Star  | English
Strong dollar spillover: How Bangladesh manages it

Strong dollar spillover: How Bangladesh manages it

The crawling peg system for the taka is a delayed response to reserve erosion

1h ago