১০ জনের আর্সেনালকে হারাতে না পেরে হতাশ ক্লপ

ম্যাচের প্রায় পুরোটা সময় ১০ নিয়ে খেলল আর্সেনাল। সে সুবিধা কাজে লাগিয়ে লিভারপুল ম্যাচে আধিপত্য বিস্তার করল বটে, তবে গোল আদায় করে নিতে ব্যর্থ হয় দলটি। তাতে স্বাভাবিকভাবেই হতাশা ফুটে উঠেছে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের কণ্ঠে।

অ্যানফিল্ডে বৃহস্পতিবার রাতে ইএফএল কাপের সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র করেছে লিভারপুল ও আর্সেনাল।

অথচ ৭৮ শতাংশ বল পায়ে ছিল লিভারপুলেরই। শটও নেয় ১৭টি। কিন্তু তার মাত্র ১টি লক্ষ্যে রাখতে পেরেছে দলটি। অন্যদিকে ৩টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। এদিন ম্যাচের ২৪তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের গ্রানিত জাকা।

ম্যাচ শেষে হতাশ লিভারপুল কোচ বলেন, 'আমাদের যে পরিস্থিতি, আমরা আগেই বলেছি, এটা কোনো অজুহাত নয়, তবে ব্যাখ্যাটা একটি নির্দিষ্ট কারণে, আজ রাতে আমাদের লাইনআপ পরিবর্তন করতে হয়েছে। যেভাবে আমরা ম্যাচ শুরু করেছি সেটা আমাদের ভালো লেগেছে। এরপর একটা লা কার্ড এবং নিচের দিকে নেমে যাওয়া দলটির বিপক্ষে খেলা তখন সত্যিই কঠিন ছিল।'

ম্যাচে উল্টো তার শিষ্যরাই চাপ অনুভব করেছেন বলে মনে করেন ক্লপ, 'তার উপর আমরা কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছি। দেখে মনে হচ্ছিল আমরা চাপের মধ্যে ছিলাম, যার কোন মানে নেই। এটা একটি সাধারণ পরিস্থিতি: আপনি জয়ের জন্য খেলেন তবে আপনি কিছু হারাতেও পারেন। প্রথমার্ধে আমি সেটাই দেখেছি। দ্বিতীয়ার্ধে যেভাবে তারা রক্ষণ আগলেছে তাতে আমরা কিছু পরিবর্তন করার চেষ্টা করেছি।'

তবে ১০ জনের দলের বিপক্ষে গোল আদায় করে নিতে পারেননি কেন এর কোনো ব্যাখ্যা নেই এ কোচের কাছে, 'কার্টিস জোন্স তাদের কিছু ভিন্ন সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল। আমার মনে হয় ছেলেরা বেশ ভালো করেছে। আমরা ডান দিকে একই জিনিস বারবার করার চেষ্টা করেছি কিন্তু আমরা ১০ জন খেলোয়াড় বিপক্ষে যে পরিস্থিতিতে ছিলাম তার জন্য আমরা যথেষ্ট পরিমাণে সুযোগ তৈরি করতে পারিনি।'

আগামী বৃহস্পতিবার আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগের ম্যাচ।

Comments

The Daily Star  | English
Hasnat Abdullah calls for rally to ban Awami League

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

1h ago