১০ জনের সেভিয়ার বিপক্ষেও ধাক্কা খেল বার্সেলোনা

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ পর এলচেকে হারিয়ে জয়ে ফিরেছিল বার্সেলোনা। পরের ম্যাচেই আবার তারা সেই পুরনো ধারায়। এবার সেভিয়া ১০ জনের দলে পরিণত হলেও তাদের হারাতে পারেনি বার্সেলোনা।
মঙ্গলবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে সেভিয়ার মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করে জাভি হার্নান্দেজের দল।
৩২ মিনিটে সেভিয়াকে এগিয়ে নিয়েছিলেন আলেহান্দ্রো গোমেস, রোনাল্ড আরাহো ওই গোল শোধ করে দেন। কিন্তু ৬৪ মিনিটে সেভিয়ার ডিফেন্ডার জুল কুন্দে লাল কার্ড দেখে বের হয়ে গেলে ১০ জন নিয়ে বাকিটা সময় খেলে সেভিয়া। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি বার্সা।
সেভিয়ার মাঠে এদিন খেলা হয়েছে ঝুম বৃষ্টির মধ্যে। স্বাভাবিক ছন্দে তাতে বাধা পেয়েছেন ফুটবলাররা। ম্যাচে ৫৯ শতাংশ বল দখলে নিয়ে ২৩টি শট নিতে পেরেছিল বার্সেলোনা। যার মধ্যে ৭টি ছিল নিশানায়। সেভিয়া নিতে পেরেছে ৫ শট, যার একটিই কেবল ছিল লক্ষ্যে।
তবে ম্যাচের সমতার ফলে এসব হিসেব নিকেশ আর গুরুত্বপূর্ণ থাকেনি। খেলার শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে খেলছিল বার্সা। ৮ম মিনিটে তাই এগিয়ে যাওয়ার সুযোগ চলে আসে। তবে উসমান দেম্বেলের ফ্রি কিক থেকে ফেরান হুতগ্লা হেড মারলেও তা সামান্য উপর দিয়ে চলে যায়।
নিজেদের সামলে নিয়ে ২২ মিনিটে বার্সার জালে বল জড়িয়ে ফেলেছিল সেভিয়া। তবে অফ সাইডে তা বাতিল হয়ে যায়। মিনিট দশেক পর উল্লাসে মাতে তারা।
বার্সার সাবেক তারকা ইভান রাকিটিচের মারা কর্নার থেকে নিচু শটে বল জালে জড়িয়ে দেন গোমেস। এক গোলে পিছিয়ে আক্রমণে ধার বাড়ায় বার্সা। বিরতির ঠিক আগে দেম্বেলের কর্নার থেকে বল পেয়ে হেড মেরে সমতা আনেন আরাহো।
বিরতির পর বার্সেলোনা ম্যাচের ফল বের করতে পারত। কারণ ৬৪ মিনিটে কুন্দে লাল কার্ড দেখে বেরিয়ে গেলে প্রায় আধাঘন্টা ১০ জন নিয়ে খেলতে হয়েছে সেভিয়াকে। আক্রমণ করে গেলেও প্রতিপক্ষের এই দুর্বলতার সুযোগ কাজে লাগাতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা।
এই ড্রয়ের পর ২৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরেই আছে বার্সেলোনা। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
Comments