৫ বছর পর ফের র্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল

আর এক দিন পরেই কাতার বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এর আগে দারুণ এক সংবাদ পেয়েছে বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। পাঁচ বছর পর আবার ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে দলটি।
২০১৭ সালের জুনে তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির কাছে শীর্ষস্থান হারিয়েছিল ব্রাজিল। পরের বছর রাশিয়া বিশ্বকাপ জিতে শীর্ষের মুকুটটা নিয়েছিল ফ্রান্স। পরে তাদের হটিয়ে লম্বা সময় ধরে রাজত্ব করে বেলজিয়াম। অবশেষে তাদের হটানো গিয়েছে। আর তা করে দেখান পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছে ব্রাজিল। রীতিমতো প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসাচ্ছে তারা। শেষ তিনটি ম্যাচেই প্রতিপক্ষের জালে চার বার করে জড়িয়েছে তারা। আর তার ফলাফলটা পেল দলটি।
তবে এর আগে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটা যেন নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল বেলজিয়াম। ২০১৮ সালের সেপ্টেম্বরে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার পর এতো দিন তারাই ছিল শীর্ষে। মাঝে অনেক চড়াই উতরাই হলেও তাদের শীর্ষ স্থান টলাতে পারছিল না কেউ।
এবার কনমেবল অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করে ব্রাজিল। এ অঞ্চলের বাছাইপর্ব এক প্রকার শেষ হলেও রয়ে গেছে একটি ম্যাচ। আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের ঘরের মাঠের ম্যাচটি হাস্যকর এক কাণ্ডে তখন পণ্ড হয়। তবে সেই ম্যাচ এখন শুধুই নিয়মরক্ষার। বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছেন আর্জেন্টিনারও।
১৮৩২.৬৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে বেলজিয়াম ও ফ্রান্স। চারে আছে আর্জেন্টিনা। ইংল্যান্ড আছে পাঁচে। বিশ্বকাপে যেতে না পারা ইতালি আছে ছয় নম্বরে। স্পেন, পর্তুগাল, মেক্সিকো ও নেদারল্যান্ডস শীর্ষ দশের বাকি চারটি স্থান নিয়েছে।
এদিকে ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ। তারা এখন আছে ১৮৮তম স্থানে। ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলে দলটি। মালদ্বীপের মাঠে ২-০ গোলে হারের পর ঘরের মাঠে মঙ্গোলিয়ার সঙ্গে করে গোলশূন্য ড্র।
র্যাঙ্কিং দল
১ ব্রাজিল
২ বেলজিয়াম
৩ ফ্রান্স
৪ আর্জেন্টিনা
৫ ইংল্যান্ড
৬ ইতালি
৭ স্পেন
৮ পর্তুগাল
৯ মেক্সিকো
১০ নেদারল্যান্ডস
১৮৮ বাংলাদেশ
Comments