বিপিএলে উপেক্ষিত এনামুল জুনিয়রের জাতীয় লিগে বাজিমাত

ফাইল ছবি

বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের হিরো তিনি। অথচ বেশ কয়েকদিন থেকেই এনামুল জুনিয়র কোন আলোচনায় নেই। জাতীয় দলে জায়গা হারিয়েছেন তাও চার বছর হয়ে গেছে। এবার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিপিএলেও কোন দল পাননি। তবে তিনি যে ফুরিয়ে যাননি তা দেখালেন জাতীয় লিগে। ম্যাচে ১০ উইকেট নিয়ে জিতিয়েছেন নিজ বিভাগ সিলেটকে।

সোমবার চট্টগ্রামে জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে এনামুলের মুন্সিয়ানায় ঢাকা মেট্রোকে ১৯০ রানে হারিয়েছে সিলেট। এবারের লিগে সিলেটকে প্রথমবারের মতো জেতাতে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন শাহানুর রহমান। এনামুল-শাহানুরের তোপে ৩২৪ রানের টার্গেটে ব্যাট করতে নামা ঢাকা মেট্রো গুটিয়ে যায় মাত্র ১৩৩ রানেই। ৬৩ রানে পাঁচ উইকেট নেন এনামুল। ৩০ রানে চার উইকেট শাহানুরের। প্রথম ইনিংসেও ঢাকাকে বেধে রেখে ৯৬ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন এনামুল। প্রথম শ্রেণীর ক্রিকেটে সপ্তমবারের মতো ম্যাচে ১০ উইকেট দখল করলেন সিলেটের বাঁহাতি স্পিনার।

প্রথম ইনিংসে অধিনায়ক ইমতিয়াজ হোসেন তান্নার সেঞ্চুরিতে ৩১৯ রান করেছিল সিলেট। জবাবে ২৫৯ রানে অলআউট হয় মোহাম্মদ আশরাফুলদের ঢাকা মেট্রো। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল সিলেটও। ১৪৯ রানে ৮ উইকেট হারানো দলকে দিশা দেন শাহানুর রহমান ও আবু জায়েদ রাহী। নবম উইকেটে ১০২ রানের দারুণ এক জুটি গড়ে দলকে পাইয়ে দেন বড় লিড।

৯ উইকেটে ২৬৩ রান করে সিলেট ইনিংস ঘোষণা করলে ঢাকা মেট্রোর টার্গেট দাঁড়ায় ৩২৪। ওই রান তাড়ায় কাছাকাছিও যেতে পারেনি মার্শাল আইয়ুবের দল। এনামুলের ঘূর্ণিতে খাবি খেয়ে গুটিয়ে গেছে ১৩৩ রানেই।

 

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট ১ম ইনিংস: ৩১৯ (তান্না ১৩২, এজাজ ৪৬; সৈকত ৩/৫৩)

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ২৫৯ (মার্শাল ৯৮, আশরাফুল ৪০; এনামুল ৫/৯৬)

সিলেট ২য় ইনিংস: ৯১.১ ওভারে ২৬৩ (আগের দিন ১৭৬/৮) (শাহানুর ৫৮, আবু জায়েদ ৫৩*, নিহাদ ৪/৯৫)।

ঢাকা মেট্রো ২য় ইনিংস: ৪৯.২ ওভারে ১৩৩ (লক্ষ্য ৩২৪)(ইলিয়াস সানি ৩৭*;  এনামুল ৫/৬৩, শাহানুর ৪/৩০)।

ফল: সিলেট ১৯০ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: এনামুল হক জুনিয়র

 

 

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

38m ago