মালিককে নিয়ে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১২ জনের দল

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হওয়ার আগের দিন ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান।
ছবি: এএফপি

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হওয়ার আগের দিন ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। সেখানে আছেন একেবারে শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া শোয়েব মালিক।

আগামীকাল রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত ও বাবর আজমের পাকিস্তান। সুপার টুয়েলভের গ্রুপ দুইয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। বহুল প্রতীক্ষিত লড়াইয়ের জন্য ঘোষিত পাকিস্তান দলে রাখা হয়নি মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সরফরাজ আহমেদকে।

শোয়েব মাকসুদ চোটে পড়ায় গত ৯ অক্টোবর পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা পেয়ে চমক সৃষ্টি করেন মালিক। দলটির হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে তার দখলে। বয়স ৪০ ছুঁইছুঁই মালিক পাকিস্তানের জার্সিতে শেষবার এই সংস্করণে খেলতে নেমেছিলেন গত বছর সেপ্টেম্বরে। ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ব্যাটিং-বোলিং কোনোটিরই সুযোগ মেলেনি তার।

পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম মালিককে দলে ডাকা প্রসঙ্গে তখন বলেছিলেন, 'আমি নিশ্চিত যে, শোয়েবের (মালিক) অভিজ্ঞতা পুরো দলের জন্য কাজে লাগবে।'

ওয়ানডে বা টি-টোয়েন্টি, কোনো বিশ্বকাপেই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে তাদের সাত লড়াইয়ের সবকটিতে জিতেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুই দলের পাঁচ ম্যাচের প্রতিটিতে হেরেছে পাকিস্তান।

ভারতের বিপক্ষে পাকিস্তানের ১২ সদস্যের দল:

বাবর আজম (অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শোয়েব মালিক, হারিস রউফ, হাসান আলী ও শাহিন আফ্রিদি।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank hikes policy rate by 50 basis points to 8.5%

Bangladesh Bank today raised the policy rate by 50 basis points to 8.5 percent to bring down the runaway inflation

56m ago